Thursday, August 21, 2025

বিশৃঙ্খলা বরদাস্ত নয়! বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা

Date:

বাসভবনের সামনে তুমুল অশান্তির অভিযোগ! সেকারণেই এবার কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়ির বাইরে নিরাপত্তা (Security) আরও বাড়াল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবারই দিল্লি পুলিশের কাছে খবর আসে হিন্দু সংগঠনগুলি রাহুলের বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। তারপরই কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতে বিরোধী দলনেতার বাড়ির বাইরে আধাসামরিক বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল দিল্লি পুলিশের দলও।

সূত্রের খবর, লোকসভায় রাহুলের বিতর্কিত ‘হিন্দু’ মন্তব্য নিয়ে হিন্দু সংগঠনগুলির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই পুলিশের অনুমান বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বাড়ির সামনে পোস্টার এবং হোর্ডিং নিয়ে জড়ো হতে পারেন। এদিকে সংসদে বিজেপির বিরুদ্ধে রাহুলের বক্তব্যের প্রতিবাদে বুধবারই দিল্লির বিজেপি নেতা ও কর্মীরা রাহুলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। রাহুলকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরপর বিজেপি নেতা-কর্মীরা জায়সলমীর হাউসের কাছে জমায়েত করেন। তারপর সেখান থেকে আকবর রোডে কংগ্রেস অফিসের দিকে মিছিল করেন বলে খবর।

অন্যদিকে, সংসদে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে যন্তরমন্তরে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হয়। রাহুলের লোকসভা সদস্যপদ বাতিল এবং বিরোধী দলের নেতার পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। স্মারকলিপির একটি কপি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও পাঠানো হয়েছে বলে খবর।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version