Tuesday, December 2, 2025

সাপ কামড়াতেই মানুষও সাপকে কামড়ালো! তারপর যা হল…

Date:

Share post:

সাপে কামড়ালে ওঝার ঝাড়ফুঁক থেকে হাজারো তুকতাক ভারতের প্রত্যন্ত এলাকায় এখনও পরিচিত। এর বিরুদ্ধে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে রীতিমত গ্রামীণ স্তরে প্রচার চালানো হচ্ছে। বহু ক্ষেত্রে এই নিয়ে সাফল্য পেলেও বিহার, ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় যে এখনও সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচার মানুষের কানে পৌঁছায়নি, সেটাই প্রমাণ করলেন রেলকর্মী সন্তোষ লোহার। সাপের বিষ কাটাতে সাপকেই কামড়ে দিলেন। আর তাতেই পঞ্চত্বপ্রাপ্তি হল সাপের। এই ঘটনা প্রমাণ করল বিজ্ঞান অন্ধবিশ্বাস এখনও কতটা শক্তিশালী প্রভাব রাখছে মানুষের মনে।

ঝাড়খণ্ডের বাসিন্দা সন্তোষ রেলের তৃতীয় শ্রেণির কর্মী। কর্মসূত্রে বিহারের রাজৌলি এলাকায় রেললাইন পাতার কাজ করছিলেন তিনি অন্যান্য কর্মীদের সঙ্গে। রাজৌলির এই এলাকা ঘন জঙ্গলে ভরা। সেখানে ক্যাম্পে ঘুমানোর সময় তাঁকে একটি বিষধর সাপ কামড়ে দেয়। সাপটি পালিয়ে যাওয়ার আগে সন্তোষ তাকে ধরে ফেলেন। এবং ধরেই পাল্টা কামড় বসান সাপের গায়ে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজ করার সময় তাঁর একবারও সঙ্কোচ হয়নি। এমনকি একবার নয়, তিন-তিনবার সাপটিকে কামড়ায় সন্তোষ। কামড়ের জেরে মারা যায় সাপটি। এরপর তাঁকে নিয়ে আসা হয় কাছাকাছি একটি হাসপাতালে। ডাক্তারদের চিকিৎসায় অনেকটাই সুস্থ সে।

যদিও সন্তোষের দাবি, তাঁর গ্রামের প্রচলিত রীতি তাঁকে সুস্থ করে তুলেছে। যে বিশ্বাসে সে সাপকে কামড়েছিল তা ছিল, কোনও সাপ কামড়ালে তাকে যদি তিনবার কামড়ানো যায় তবে বিষে বিষে বিষক্ষয় হয়। তাতে নিজের শরীরে বিষের প্রভাব কমে। সাপের শরীরে ঘুরিয়ে সেই বিষ ঢুকে যায়। আর সেই অন্ধবিশ্বাসে ভর করেই রেলকর্মী সন্তোষ সাপকে কামড়ানোর মতো জঘন্য ও ঝুঁকিপূর্ণ কাজ অনায়াসে করেছিল।

spot_img

Related articles

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...