Friday, August 22, 2025

দীর্ঘ টালবাহানার পরে বিধানসভাতেই শপথ রেয়াত-সায়ন্তিকার, পাঠ করালেন স্পিকার

Date:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিলেন তৃণমূলের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দুপুর দুটোয় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও, বৃহস্পতিবার, রাতে রাজভবনে থেকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashis Banerjee) শপথবাক্য পাঠ করানোর কথা বলা হয়। কিন্তু এদিন অধিবেশনে স্পিকারের উপস্থিতিতে এই কাজ করতে রাজি হননি ডেপুটি স্পিকার।শুক্রবার বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন ডাকেন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও, তিনি শপথের বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি। কিন্তু তিনি জানান শুক্রবার সকালে BA কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত চুড়ান্ত হবে। এদিকে রাজ্য সদর্থক ভূমিকা নিতেই তড়িঘড়ি মাঠে নামেন রাজ্যপাল। বৃহস্পতিবারই রাজভবনের তরফে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দিয়ে নির্দেশ জারি করা হয়। যদিও ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ হিসাবে যে দায়িত্ব বিমান বন্দ্যোপাধ্যায় পালন করেন, তা তিনি পালন করবেন না।

এদিন অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, “১৮৮ ধারা অনুযায়ী জয়ী প্রত্যেককে শপথ নিতে হয়। এটাই রীতি যে স্পিকারের সামনে বিধানসভায় শপথ নেন বিধায়করা। কিন্তু এই দুজনের ক্ষেত্রে দেখা গেল বারবার জানানোর পরও রাজভবন কোনও পদক্ষেপ করলেন না। আমি এখানে অসহায়। শপথ রীতি অনুযায়ী বিধানসভায় হওয়ার কথা। এই দুজনও সেটাই জানান রাজ্যপালকে।”

বিধানসভার রুল পড়ে শোনান স্পিকার। সঙ্গে দুই বিধায়ক তাঁর কাছে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সেসব হাউসের সামনে বলেন। এর পরে ডেপুটি স্পিকার বলেন, “যেখানে আপনি উপস্থিত সেখানে আপনি শপথ না করিয়ে আমি শপথবাক্য পাঠ করাব- এই অসম্মানজনক বিষয়টি আমি মেনে নিতে পারব না।”

এরপরেই বিধানসভার অধিবেশন কক্ষেই রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার গ্যালারিতে সায়ন্তিকার শপথ দেখতে হাজির ছিলেন বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিক, অঞ্জন পালরা। কিন্তু চূড়ান্ত অসৌজন্যতা দেখিয়ে  এই শপথ গ্রহণ পর্ব ও আজকের অধিবেশনে যোগ দেয়নি বিরোধীরা।






Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version