দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিলেন তৃণমূলের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দুপুর দুটোয় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও, বৃহস্পতিবার, রাতে রাজভবনে থেকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashis Banerjee) শপথবাক্য পাঠ করানোর কথা বলা হয়। কিন্তু এদিন অধিবেশনে স্পিকারের উপস্থিতিতে এই কাজ করতে রাজি হননি ডেপুটি স্পিকার।
এদিন অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, “১৮৮ ধারা অনুযায়ী জয়ী প্রত্যেককে শপথ নিতে হয়। এটাই রীতি যে স্পিকারের সামনে বিধানসভায় শপথ নেন বিধায়করা। কিন্তু এই দুজনের ক্ষেত্রে দেখা গেল বারবার জানানোর পরও রাজভবন কোনও পদক্ষেপ করলেন না। আমি এখানে অসহায়। শপথ রীতি অনুযায়ী বিধানসভায় হওয়ার কথা। এই দুজনও সেটাই জানান রাজ্যপালকে।”
বিধানসভার রুল পড়ে শোনান স্পিকার। সঙ্গে দুই বিধায়ক তাঁর কাছে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সেসব হাউসের সামনে বলেন। এর পরে ডেপুটি স্পিকার বলেন, “যেখানে আপনি উপস্থিত সেখানে আপনি শপথ না করিয়ে আমি শপথবাক্য পাঠ করাব- এই অসম্মানজনক বিষয়টি আমি মেনে নিতে পারব না।”
এরপরেই বিধানসভার অধিবেশন কক্ষেই রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার গ্যালারিতে সায়ন্তিকার শপথ দেখতে হাজির ছিলেন বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিক, অঞ্জন পালরা। কিন্তু চূড়ান্ত অসৌজন্যতা দেখিয়ে এই শপথ গ্রহণ পর্ব ও আজকের অধিবেশনে যোগ দেয়নি বিরোধীরা।