Sunday, November 2, 2025

এগারো বছরে ৩৩ হাজার মানুষ। শুধুমাত্র দেশের দশ শহরে বছরে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে এমন ক্যান্সারে যা শুধুমাত্র দূষণের জন্য তৈরি হয়েছে। এই তালিকায় বাদ নেই আমাদের শহর কলকাতাও। দিল্লি থেকে হায়দ্রাবাদ এমনকি শিমলা শহরেও বাতাসে বিষ এমনভাবে মিশছে যা শরীরে জন্ম দিচ্ছে ক্যান্সারের জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়ে চলেছে দূষণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাতাসে পিএম ২.৫ দূষক প্রতি বর্গমিটারে ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত থাকতে পারে। তার থেকে বেশি হলে তা মানুষের শরীরের উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে। আর ঠিক সেটাই হয়ে চলেছে দেশের দশটি শহরে – যার মধ্যে চার মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই অন্যতম। এই শহরগুলিতে দূষক পিএম ২.৫-এর পরিমাণ প্রতি বর্গমিটারে গড়ে প্রায় ৬০ মাইক্রোগ্রাম, যা হু-এর স্বাস্থ্যবিধির প্রায় চারগুণ।

এই দূষকের কারণেই ক্যান্সার বাসা বাঁধে মানুষের শরীরে। একটি গবেষণা বলছে দেশের শহরগুলিতে যে সংখ্যায় ক্যান্সারে মৃত্যু হচ্ছে তার প্রায় ৭.২ শতাংশ হয়েছে এই দূষকের কারণে। এই প্রবণতা ক্রমশ বাড়ছে। রাজধানী দিল্লিতে এই দূষণের প্রভাবে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি, বছরে প্রায় ১২ হাজার।

হু-এর দাবি, ভারতের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের আইন আরও কড়া হওয়া প্রয়োজন। আর সেটা হলেই দেশের দশ শহরে গড়ে প্রায় ১০ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় প্রয়োজনে অন্য দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইনের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version