Tuesday, November 4, 2025

শুক্রবারই শপথ সায়ন্তিকা-রেয়াতের, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে শুক্রবার দুপুর দুটোয় শপথ গ্রহণ তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারেরে। রাজভবনের সঙ্গে কোনও রকম সংঘাতে না গিয়েই নির্বিঘ্নে হতে চলেছে শপথ গ্রহণ। বিধায়কদের তরফ থেকে শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারের নাম উত্থাপন করা হবে। সেই সঙ্গে কাটবে মাসাধিক সময় ধরে চলা শপথ জটিলতা।

রাজভবনকে বারবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ জটিলতা কাটাতে উদ্য়োগ নেওয়ার আবেদন জানানো হয়। যদিও তিনি দাবি করেছিলেন রাজ্যপালের অনুমতি ছাড়াও শপথ গ্রহণের আইনি প্রক্রিয়াও রয়েছে। সেই মতো রাজ্যের তরফ থেকে শুক্রবার বিশেষ অধিবেশন ডাকা হয়। এই অধিবেশন মূলত দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণের জন্যই ডাকা হয়েছিল। তবে রাজ্য সদর্থক ভূমিকা রাজ্যপালকে বাদ দিয়ে নিয়ে নিচ্ছে দেখেই তড়িঘড়ি কর্মঠ হয়ে ওঠেন রাজ্যপাল।

বৃহস্পতিবারই রাজভবনের তরফে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দিয়ে নির্দেশ জারি করা হয়। যদিও ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ হিসাবে যে দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পালন করেন, তা তিনি পালন করবেন না। অর্থাৎ তিনি শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন।

এরপরই বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই শুক্রবার দুপুর দুটোয় শপথ গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়। সেই মতো বিধানসভায় তাঁর নাম শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রস্তাব করা হবে। আশিস বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে রাজি হবেন বলেই বিধানসভার সূত্রের দাবি। এর ফলে আইনি কোনও জটিলতাও থাকবে না।

spot_img

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...