Tuesday, November 4, 2025

আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে ব্রাজিল, সামনে উরুগুয়ে

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। সেলাকাওদের সামনে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ছ’টায় সেলেকাওদের সামনে লুইস সুয়ারেজদের উরুগুয়ে। এবারের কোপায় দাপটে সব ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে মার্সেলো বিয়েলসার দল। ডোরিভাল জুনিয়রের ব্রাজিল সেখানে অপরাজিত থাকলেও প্যারাগুয়ের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচই জিতেছে। নেইমার পর্ব পিছনে ফেলে তরুণদের নিয়ে নতুন দল গড়ে তোলার কাজ করছেন ব্রাজিল কোচ।

কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের অস্বস্তি বাড়ার কারণ, কার্ড সমস্যার কারণে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া যাবে না। তবে ডোরিভাল মনে করেন, ভিনিকে ছাড়াই তাঁর দল জেতার ক্ষমতা রাখে। ব্রাজিলের সংবাদমাধ্যমকে ডোরিভাল বলেছেন, ‘‘ভিনির জায়গায় যে খেলবে সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকবে। আমাদের বিকল্প রয়েছে। তরুণরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’’

দুরন্ত ছন্দে থাকা উরুগুয়ের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেতে হলে রাফিনহা, রডরিগোদের গোলের সুযোগ নষ্ট করলে চলবে না। প্রতি ম্যাচেই সুযোগ নষ্টের খেসারত দিচ্ছে দল। উরুগুয়ে রক্ষণের বিরুদ্ধে পরীক্ষা ভিনি-হীন ব্রাজিল আক্রমণভাগের। গত বছর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল। তবে গত জানুয়ারিতে ডোরিভাল দায়িত্ব নেওয়ার পর এখনও কোনও ম্যাচ হারেনি ব্রাজিল। তাই আত্মবিশ্বাসী রাফিনহাদের কোচ।

আরও পড়ুন- আজ ইউরোতে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...