Saturday, August 23, 2025

অসমে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ব্রহ্মপুত্রের জলে বিপর্যস্ত কাজিরাঙা, প্রাণভয়ে পালাচ্ছে পশুরাও

Date:

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না অসমের (Assam)। লাগাতার বৃষ্টির (Rain) জেরে সেখানে ইতিমধ্যে বন্যা (Flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিপদ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বানভাসি হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লক্ষ মানুষ। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে শোচনীয় হাল কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Forest)। সূত্রের খবর, জাতীয় উদ্যানের কমপক্ষে ৭০ শতাংশ জমি জলের তলায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরাও (Animals)। ফলে সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি অসমে।

তবে সরকারি হিসাব রীতিমতো ভয় ধরাচ্ছে। চলতি মরসুমে কাজিরাঙায় গন্ডার, হরিণ–সহ ৭৭ পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হরিণ বলে সূত্রের খবর। ইতিমধ্যে অসমের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। ব্রহ্মপুত্র–সহ একাধিক বড় নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। যার জেরে নষ্ট হয়েছে অনেক ফসল। অসমের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা এবং মরিগাঁও। এখনও পর্যন্ত সেসব জায়গা থেকে কমপক্ষে ৪৭ হাজার মানুষকে স্থানান্তরিত করে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। তবে এখনও ঘরছাড়া হাজার হাজার মানুষ।

 

তবে শহরাঞ্চলগুলির হালও তথৈবচ। বিগত ৯ দিন রাজ্যের শহরাঞ্চলগুলি জলের তলায় রয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে আরও চিন্তা বাড়ছে মানুষের। বাইরে বেরনো তো দূর, ঘরে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে শুক্রবার অসমের বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খতিয়ে দেখলেও পাকাপাকিভাবে এর হাত থেকে মুক্তির উপায় কী তা এখনও জানা যায়নি। পাশাপাশি বৃষ্টি কবে কমবে, কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের পাশাপাশি পশুদের জীবন নিয়েও চরম সংশয় দেখা দিচ্ছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version