Saturday, August 23, 2025

শিলিগুড়ি থেকে মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দুই শৈলশহরে (Hill Station)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, আর এই কাজ করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে হেলিপোর্ট (Heliport ) বানাচ্ছে রাজ্য (Government of West Bengal)। এই প্রথম বাংলায় হেলি বন্দর তৈরি হতে চলেছে।

বিমানে যাতায়াতের পাশাপাশি দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পং পৌঁছতে এবার হেলিকপ্টারে চড়ার সুযোগ মিলবে। বিদেশে কম দূরত্বের গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা দিতে হেলিপোর্ট রয়েছে। দেশেও বেশ কয়েকটি হেলিবন্দর থাকলেও বাংলায় প্রথম এই উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের পর্যটন দফতর (State tourism department) সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের ধাঁচে একটি হেলিপ্যাডের সঙ্গে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ রাখা হবে। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। জরুরি অবস্থার কথা মাথায় রেখে দমকল বাহিনীও থাকবে। দার্জিলিং ও রায়গঞ্জে হেলিপোর্টের জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছে পবন হংসের কাছে। কালিম্পংয়ে জমি খোঁজার কাজ চলছে। দ্রুত ওই তিন হেলিপোর্ট নিয়ে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (DPR) জমা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

এমনিতেই প্রচুর বিদেশি পর্যটক নিয়মিত ভাবে দার্জিলিং-কালিম্পংয়ে যান। ফলে তাঁদের জন্য এই পরিষেবা বেশ কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। বাগডোগরা পৌঁছে হেলিকপ্টারে করে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। যদিও এর জন্য কত টাকা ভাড়া গুনতে হবে তা এখনও জানানো হয়নি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version