Wednesday, November 5, 2025

লোকসভা নির্বাচনের জমি তৈরি করতে মনিপুরকে বেছে নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটের পরে লোকসভার বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পর ফের সেই মনিপুরে যাওয়ার পরিকল্পনা রাহুল গান্ধীর। সোমবারই মনিপুর যেতে পারেন বিরোধী দলনেতা। একই সঙ্গে মনিপুরের বাস্তুচ্যুতদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কংগ্রেসের লড়াকু নেতাদের সঙ্গে সাক্ষাৎ এই সফরে সারবেন রাহুল।

নির্বাচনের আগে মনিপুরের বাস্তুচ্যুত মানুষের মধ্যে গিয়ে তাঁদের আস্থা অর্জন করেছিলেন রাহুল গান্ধী। একরকম ফাঁকা মাঠেই গোল দিয়েছিলেন তিনি। কারণ মেইতি-কুকি গোষ্ঠীর সংঘর্ষে হত্যাপুরির চেহারা নেওয়া মনিপুরে পা দেননি বিজেপির কোনও নেতা। মনিপুরও প্রতিদানে দুটি লোকসভা আসনই কংগ্রেসকে তুলে দিয়েছে।

এবার সেই সমর্থনের স্বীকৃতি হিসাবে নিজে মনিপুর যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি আবার মইরাং ও চূঁড়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। সেখানকার অস্থায়ী ক্যাম্পে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গেও কথা বলবেন। হিংসার পাল্টা যেভাবে দমননীতি নিয়ে মনিপুরে ‘শান্তি ফেরানোর’ প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তার পাল্টা আলোচনা ও আস্থা অর্জনের পথে বিরোধী দলনেতা।

মনিপুর দিয়েই উত্তর-পূর্ব সফর শুরু করছেন রাহুল গান্ধী। একদিনের মনিপুর সফরের পরে তিনি নাগাল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন। নাগাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজেপির মতো অবেহলা না করে, কাছ থেকে পরিস্থিতি পর্যালোচনার পথে লোকসভার বিরোধী দলনেতা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version