Thursday, August 21, 2025

ছেলেধরা সন্দেহে বসিরহাটে যুবককে গণপিটুনি! পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

Date:

Share post:

ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ফের গণপিটুনির (Mob Lynching) অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল বসিরহাটের (Basirhat) মাটিয়া। সূত্রের খবর, ওই যুবকের কাঁধে একটি বস্তা ছিল। এলাকায় তাঁর গতিবিধি দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তাঁকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পাশাপাশি এলাকায় গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ওই যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, তাঁর কাছে একটি বস্তা ছিল। এলাকার এক বাসিন্দার দাবি, ওই যুবকের সঙ্গে দুই খুদে ছিল, সঙ্গে ছিল কয়েকটি খেলনা। এরপরই এলাকার বাসিন্দারা আচমকা যুবককে ঘিরে ফেলে।  আর তা দেখেই ছেলেধরা সন্দেহে যুবককে বেঁধে চলে গণপিটুনি। এমনকি যুবককে একটিও কথা বলার সুযোগ না দিয়েই তাঁর উপর চলে অত্যাচার। এরপর গ্রামবাসীদের একাংশ মাটিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার শাসন গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন। যদিও ওই যুবককে পুলিশ গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু গুরুতর কোনও চোট আঘাত ওই যুবকের শরীরে নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁর বাড়ির লোকজন এলে তাঁদের হাতেই ওই যুবককে তুলে দেওয়া হবে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...