Friday, November 7, 2025

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা

Date:

কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গিয়েছে পর্তুগালক। ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। রোনাল্ডো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন! আর এই নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

এই পরিস্থিতিতে রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন বিদায় আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও বেশি কিছু অর্জন করতে চেয়েছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য এবং পর্তুগালের জন্য।’ পাশাপাশি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন এবং আমরা যা কিছু অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগাল ফুটবলের উন্নতির ধারা আগামী দিনেও বজায় থাকবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের পোস্টে একটিও শব্দ খরচ করেননি রোনাল্ডো। যদিও তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, চল্লিশ ছুঁইছুঁই পর্তুগিজ তারকা ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান। দেশকে বিশ্বসেরা করার একটা শেষ চেষ্টা করার পাশাপাশি টানা ছ’টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান। রোনাল্ডো নিজে বলছেন, ‘‘জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। ম্যাচটা আবার দেখলে সবাই বুঝতে পারবেন, সেদিন পর্তুগালই ভাল খেলেছিল।’’

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের


Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version