Saturday, August 23, 2025

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা

Date:

কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গিয়েছে পর্তুগালক। ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। রোনাল্ডো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন! আর এই নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

এই পরিস্থিতিতে রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন বিদায় আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও বেশি কিছু অর্জন করতে চেয়েছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য এবং পর্তুগালের জন্য।’ পাশাপাশি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন এবং আমরা যা কিছু অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগাল ফুটবলের উন্নতির ধারা আগামী দিনেও বজায় থাকবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের পোস্টে একটিও শব্দ খরচ করেননি রোনাল্ডো। যদিও তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, চল্লিশ ছুঁইছুঁই পর্তুগিজ তারকা ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান। দেশকে বিশ্বসেরা করার একটা শেষ চেষ্টা করার পাশাপাশি টানা ছ’টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান। রোনাল্ডো নিজে বলছেন, ‘‘জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। ম্যাচটা আবার দেখলে সবাই বুঝতে পারবেন, সেদিন পর্তুগালই ভাল খেলেছিল।’’

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version