Sunday, November 9, 2025

তারাপীঠ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বেহালার একই পরিবারে মৃত ২, আহত ৩

Date:

তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন একই পরিবারের দুই সদস্য। আহত আর তিন। বেহালার ১৬৩ নম্বর বনমালী ঘোষাল লেনের বাসিন্দা তাঁরা।

বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে হুগলি গুড়াপের বশিপুর এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত জানা (৫১) এবং তাঁর শাশুড়ি ইরা মান্নার (৬৫)। গুরুতর আহত হন সুমিত বাবুর স্ত্রী রামানিয়া জানা (৪২ বছর), ছেলে সুরজিৎ জানা (১৯ বছর) ও ছোট ছেলে সৌরদীপ জানা (১২ বছর)। সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তদন্তে নেমেছে।

জানা গিয়েছে, রবিবার ভোররাতে পরিবারকে সঙ্গে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন সুমিত কুমার জানা। সেখানে পৌঁছে পুজো দেন তাঁরা। এরপর বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি লরির তলায় ঢুকে যায়। নিমেষে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রথযাত্রা উপলক্ষে নো এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল লরি। একটি চার চাকা গাড়ি বর্ধমান থেকে কলকাতা যাওয়ার সময় হুগলির গুরাপের বসিপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা লরিতে পিছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রন হারিয়ে চারচাকা গাড়িটি লরির তলায় ঢুকে যায়। দুর্ঘটনায় (Road Accident) স্থলেই মৃত্যু হয় দুজনের।

গাড়িতে চালক সহ পাঁচ জন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

আরও পড়ুন: পুরীর রথযাত্রার মিছিলে দুর্ঘটনা! শ্বাসরুদ্ধ হয়ে মৃত ১ পুণ্যার্থী, হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০০

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version