প্রয়াত গায়িকা (Singer) ঊষা উত্থুপের (Usha Utthup) স্বামী জানি চাকো উত্থুপ। মৃত্যুকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর স্বামীর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঊষা উত্থুপের স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে জানি চাকো উত্থুপের (Jani Chacko Utthup)।
তবে আপাতত প্রয়াত জানি চাকোর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। ইতিমধ্যেই চাকো এবং সঙ্গীতশিল্পীর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। দুই পরিবারের অধিকাংশ সদস্য থাকেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন তাঁরা। বিকেলেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।