Saturday, November 8, 2025

লোকসভা নির্বাচনে সেমিফাইনাল ধরা হয়েছিল দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে। তার মধ্যে অন্যতম ছিল রাজস্থান। যেখানে কংগ্রেস সরকার ফেলে দিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। নভেম্বরের সেই ফল অবশ্য লোকসভায় অনেকাংশে বদলে গিয়েছে যা বিজেপিকে টেনে এমন জায়গাতেও নামিয়েছে যেখানে ৩১টি বুথে শূন্য ভোট পেয়েছে বিজেপি। বিরোধীদের পক্ষ থেকে বারবার লোকসভা নির্বাচনের পরে দেশের মানুষের সমর্থন হারানো নিয়ে বিজেপির বিরুদ্ধে যে দাবি করা হয়েছে, তার সাক্ষী দিচ্ছে রাজস্থান।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসের জন্য মোটেই সুখকর ছিল না। যদিও লোকসভা নির্বাচনের আগে নিজেদের অনেক জায়গায় হারানো জমি ফিরে পেতে শুরু করেছিল কংগ্রেস। রাজস্থানের ফলাফল তার অনেকটা প্রমাণ দিয়েছে। চার বিধানসভা কেন্দ্রের ৩১টি বুথে একটিও ভোট পায়নি বিজেপি প্রার্থীরা। এর মধ্যে রয়েছে শিকার, ঝুনঝুনু, জয়পুর ও রাড়মের-জয়সলমের। এর পাশাপাশি মোট সাতটি বিধানসভা এলাকার ৩৩টি বুথে ১টি করে মাত্র ভোট পেয়েছে কেন্দ্রের শাসক দল।

সদ্য রাজ্যের ক্ষমতায় আসার পরে বিজেপির পক্ষে লোকসভা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে করা অনেক সহজ ছিল ডবল ইঞ্জিন রাজস্থানে। অথচ ২৫ আসনের লোকসভায় ১৪টি জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৮টি আসন। বাম শরিক সিপিএম গোটা দেশে মোট যে চারটি আসন পেয়েছে, তার একটি এই রাজস্থান থেকেই পেয়েছে। রাজনীতিকদের দাবি, তবে কী ৩১টি বুথে বিজেপি শীর্ষনেতা বা বুথ সভাপতির মত পদে থাকা নেতৃত্বও ভোট দেননি নিজেদের দলকে।

ইতিমধ্যেই লোকসভার ফলাফল নিয়ে পর্যালোচনায় কংগ্রেস নেতৃত্ব প্রমাণ পেয়েছেন তাঁদের ২২ জন শীর্ষ নিজেদের দলকেই হারাতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। তাঁদের নিয়ে মঙ্গলবারই কংগ্রেস শীর্ষনেতৃত্ব আলোচনায় বসছেন। লোকসভা নির্বাচন শেষ হলেও রাজস্থানে রাশ এতটুকু আলগা করতে রাজি নয় কংগ্রেস। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও লোকসভায় ৩১ বুথে রাজ্যের ক্ষমতাসীন দলকে শূন্যে নামিয়ে আনার বিষয়টি তাদের নতুন অক্সিজেন দিচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version