Sunday, November 9, 2025

নজরে একুশে জুলাই, প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

এগিয়ে আসছে একুশে জুলাই। আর ক’দিন পর জনসমুদ্র আছড়ে পড়বে ধর্মতলায়। দলের সব থেকে বড় কর্মসূচি উপলক্ষে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শহিদ স্মরণ উপলক্ষে প্রত্যেক জেলা থেকে কলকাতায় নেতা–কর্মী–সমর্থকরা এসে থাকেন। কাজে সুষ্ঠুভাবে যাতে সবটা সম্পন্ন হয় সেটা দেখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে রেলের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। একুশের সমাবেশ নিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি।

সাম্প্রতিককালে সমাবেশের জন্য ট্রেন ভাড়া করতে চেয়েও মেলেনি। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন। তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে রেলকে। ১৮ জুলাই থেকে মানুষ আসতে শুরু করবেন। আমি মুখ্য সচিবকে বলব কাল রেলের সঙ্গে মিটিং করতে। আমরা ভাড়া চাইলে রেল টাকা নেয়। সেদিন রাশ ক্লিয়ার করা রেলের দায়িত্ব। অন্যদিকে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অনেক লোকজন আসবে। গাড়ি আসবে। সে দিন যাতে কোনও পথ দুর্ঘটনা না হয় সেটা দেখতে হবে পুলিশকে। অনেক সময় গাড়ির চালকের কারণে দুর্ঘটনা ঘটে। অনেকের মৃত্যু হয়। তা যেন না ঘটে।

আরও পড়ুন- তিস্তায় কি জল আছে, যে দেবে? গঙ্গা-তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version