গত কয়েকদিনে সবজি বাজারে অগ্নিমূল্য। আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এই পরিস্থিতি মঙ্গলবার, নবান্ন (Nabanna) থেকে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলন, ১০ দিনের মধ্যে কমাতে হবে সবজির দাম। মমতা বলেন, “আকাশছোঁয়া সবজির দাম (Vegetable Price)। মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন।” একই সঙ্গে তিনি জানান, দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে তাঁর কাছে রিপোর্ট জমা দিতে হবে।
এরপরই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”
বাড়তি লাভের আশায় রাজ্য থেকে আলু বা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কি না তা দেখতে সীমানায় নজরদারি চালানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, আগে রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।