Sunday, May 11, 2025

১০দিনের মধ্যে সবজির দাম কমানোর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সাপ্তাহিক রিপোর্ট তলব

Date:

গত কয়েকদিনে সবজি বাজারে অগ্নিমূল্য। আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এই পরিস্থিতি মঙ্গলবার, নবান্ন (Nabanna) থেকে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলন, ১০ দিনের মধ্যে কমাতে হবে সবজির দাম। মমতা বলেন, “আকাশছোঁয়া সবজির দাম (Vegetable Price)। মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন।” একই সঙ্গে তিনি জানান, দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে তাঁর কাছে রিপোর্ট জমা দিতে হবে।রাজ্যজুড়ে সবজির দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে তীব্র হুঙ্কার দেন তিনি। বলেন, “কিছু মুনাফাখোরের জন্যই এই মূলবৃদ্ধি।” তাঁর কথায়, কৃষকেরা বাড়তি দাম পাচ্ছেন না। উল্টে সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আলুর অত্যাধিক মূল্যবৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কৃত্রিম চাহিদা তৈরির জন্য হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন বড় ব্যবসায়ীদের একাংশ।

এরপরই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে  বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

বাড়তি লাভের আশায় রাজ্য থেকে আলু বা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কি না তা দেখতে সীমানায় নজরদারি চালানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, আগে রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।






Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version