Friday, August 22, 2025

বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

Date:

পরিচিত এক বিজেপি নেত্রীর (BJP) গাড়ির চালক পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে আর্থিক প্রতারণা। তাঁর কাছ থেকে বিপুল টাকা নিয়ে উধাও ওই বিজেপি নেত্রীর গাড়ির চালক। নিজের টাকা ফেরত চাইলে, বিজেপি নেত্রীর নাম করে তরুণকে হুমকির অভিযোগ ড্রাইভারের। চাপে ওই তরুণ আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনা নারকেলডাঙা (Narkeldanga) থানা এলাকার ওয়েস্ট ক্যানাল রোডের ২৮ নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনরোষের কবলে পড়ার ভয়ে অভিযুক্ত গা ঢাকা দেয়। তবে শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ বিজেপি নেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করে। ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব এলাকাবাসীরা।

জানা গিয়েছে অভিযুক্তের নাম আশিস চক্রবর্তী। সে নিজেকে বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করত। টাকা ফেরত চাইলেই বিজেপি নেত্রীর নাম করে হুমকি দিত। যাদের কাছ থেকে আশিস টাকা নিয়েছিল, তাঁদের মধ্যে একজন নারকেলডাঙার বাসিন্দা দীপ সাঁপুই (২০)। তাঁর থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়ে যান আশিস। দীপ তার টাকা ফেরত চাইতেই সে হুমকি দেওয়া শুরু করে। একদিকে টাকা না পাওয়া, অন্যদিকে আশিসের ক্রমাগত হুমকির জেরে এক পর্যায়ে ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দীপ। এর পরই তাঁকে আশিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনেরা। তাঁর প্ররোচনায় দীপ আত্মহত্যা করেছে বলে অভিযোগ তোলের তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। যদিও বিজেপি নেত্রীর দাবি, ধৃত আশিস একটা সময়ে তাঁর গাড়ি চালাতেন। তবে আশিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছিল বলেই তাকে গাড়ি চালকের কাজ থেকে সরিয়ে দেন ওই বিজেপি নেত্রী।


Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version