Sunday, November 2, 2025

বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

Date:

পরিচিত এক বিজেপি নেত্রীর (BJP) গাড়ির চালক পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে আর্থিক প্রতারণা। তাঁর কাছ থেকে বিপুল টাকা নিয়ে উধাও ওই বিজেপি নেত্রীর গাড়ির চালক। নিজের টাকা ফেরত চাইলে, বিজেপি নেত্রীর নাম করে তরুণকে হুমকির অভিযোগ ড্রাইভারের। চাপে ওই তরুণ আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনা নারকেলডাঙা (Narkeldanga) থানা এলাকার ওয়েস্ট ক্যানাল রোডের ২৮ নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনরোষের কবলে পড়ার ভয়ে অভিযুক্ত গা ঢাকা দেয়। তবে শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ বিজেপি নেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করে। ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব এলাকাবাসীরা।

জানা গিয়েছে অভিযুক্তের নাম আশিস চক্রবর্তী। সে নিজেকে বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করত। টাকা ফেরত চাইলেই বিজেপি নেত্রীর নাম করে হুমকি দিত। যাদের কাছ থেকে আশিস টাকা নিয়েছিল, তাঁদের মধ্যে একজন নারকেলডাঙার বাসিন্দা দীপ সাঁপুই (২০)। তাঁর থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়ে যান আশিস। দীপ তার টাকা ফেরত চাইতেই সে হুমকি দেওয়া শুরু করে। একদিকে টাকা না পাওয়া, অন্যদিকে আশিসের ক্রমাগত হুমকির জেরে এক পর্যায়ে ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দীপ। এর পরই তাঁকে আশিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনেরা। তাঁর প্ররোচনায় দীপ আত্মহত্যা করেছে বলে অভিযোগ তোলের তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। যদিও বিজেপি নেত্রীর দাবি, ধৃত আশিস একটা সময়ে তাঁর গাড়ি চালাতেন। তবে আশিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছিল বলেই তাকে গাড়ি চালকের কাজ থেকে সরিয়ে দেন ওই বিজেপি নেত্রী।


Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version