Thursday, August 21, 2025

ভাইরাল হতে ফুলশয্যার ভ্লগ! সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার নবদম্পতির

Date:

‘গোপন কথাটি রবে না গোপনে’, অনলাইন দুনিয়ায় নিজেদের হাসি কান্নার সুখ দুঃখের সব একান্ত আপন মুহূর্ত শেয়ার করে নেওয়ার, সমাজমাধ্যমে তুলে ধরার যে ট্রেন্ড শুরু হয়েছে তাতে নয়া সংযোজন ফুলশয্যার ভিডিও! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যা কিছু এতদিন গোপনীয়তার আড়ালে ছিল এবার তাকে প্রকাশ্যে নিয়ে এসে ভাইরাল হলেন নব দম্পতি। ৩১ সেকেন্ডের ভিডিওতে বিয়ের প্রথম রাত নিয়ে আলোচনায় মত্ত যুবক-যুবতী। তাঁদের পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ির মতোই বিয়ের সুগন্ধে মজে রয়েছেন যুগলে। কিন্তু তাই বলে এইভাবে ব্যক্তিগত মুহূর্ত নিয়ে সমাজমাধ্যমে আলোচনা করা যায়? সোশ্যাল মিডিয়া (Social media) জুড়ে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়ার নেশায় ভ্লগারদের নানা কীর্তি অনলাইন দুনিয়ায় সকলের সামনে এসেছে। কারোর প্রেমিকা বা স্ত্রীকে চুম্বনের ভিডিও তো কেউ আবার স্ত্রীকে কাতুকুতু দিয়ে আদর করার মুহূর্ত তুলে ধরেছেন। এই ধরনের ভ্লগ যে লক্ষ লক্ষ ভিউ পেয়ে ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে বিবাহ বাসর বা ফুলশয্যার মত এতটা ব্যক্তিগত মুহূর্তকে সকলের সামনে এতটা খোলামেলা ভাবে আলোচনা করা ভাল চোখে দেখছেন না নেটদুনিয়ার বাসিন্দারা। ভাইরাল ভিডিওতে নবদম্পতির ব্যক্তিগত আলোচনায় বর কনেকে জিজ্ঞাসা করছেন বিয়ের প্রথম রাত নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। নববধূর উত্তর থেকে শুরু করে বরের কার্যকলাপ যথেষ্ট আপত্তিকর বলেই মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের। কেউ লিখছেন, ‘আর বাকি কী রইল’। কেউ লিখছেন, ‘জানলা দরজা খুলে সবটা জনসমক্ষে নিয়ে আসাটা এখন আর কোন ব্যাপার নয়’। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনার শিকার ওই দম্পতি।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version