Wednesday, November 5, 2025

কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত বহুবার গ্রেফতার: জানালেন আলাপন, প্রকাশ্যে আড়িয়াদহের ভাইরাল ভিডিও-র সত্য

Date:

আড়িয়াদহের ভাইরাল ভিডিও-র সত্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) ও ADG আইনশৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Varma)। জানালেন, প্রথমবার নয়, অসামাজিক কাজের জন্য এর আগে অনেকবার গ্রেফতার হয়েছে কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং। আইনের উর্ধ্বে নন তিনি। পুলিশ (Police) সব সময়ই প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।আলাপন (Alapan Banerjee) জানান, আড়িয়াদহের ক্লাবে যাঁকে মারের ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে, সেই আক্রান্ত মহিলা নন, পুরুষ। তাঁকে মহিলা বলে ভুয়ো ভাবে প্রচার করা হয়েছে। উপনির্বাচনের সময় এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে রাজ্য সরকার উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীর কথা রেশ ধরেই বলেন আলাপন। জানান, “আড়িয়াদহ কাণ্ডের যে ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়েছে, সেটি ২০২১ সালের মার্চের। নিগৃহীত কোনও মহিলা নন, তিনি একজন পুরুষ। বিভিন্ন সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়া হচ্ছে। জয়ন্ত সিং ২০১৬ সাল থেকে কমপক্ষে ৫টি পৃথক মামলায় কমপক্ষে ৫ বার গ্রেপ্তার হয়েছেন। তিন বছরের পুরনো ঘটনা নিয়ে অপপ্রচার করা হয়েছে। পুরনো ভিডিও ভাইরাল হলেও তা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফের গ্রেফতার করা হয়েছে জয়ন্তকে। আড়িয়াদহ কাণ্ডে ভাইরাল হওয়া দুটি ভিডিওর মধ্যে প্রথমটিতে ৬ জন এবং দ্বিতীয়টিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।”মনোজ ভার্মা জানান, অভিযুক্ত জয়ন্ত সিং কুখ্যাত দুষ্কৃতী। এর আগেও অপরাধমূলক কাজের জন্য তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই ঘটনায় জড়িত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বাঁকুড়ার ঘটনা নিয়ে এডিজি আইনশৃঙ্খলা জানান, খাতড়ায় দুই প্রতিবেশীর মধ্যে জমিজমা সংক্রান্ত অশান্তি ঘটে। থানায় গাছ কাটা নিয়ে গোলমালের জেরে একজনের প্রাণহানি হয়। তাতে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। চোপড়া কাণ্ডেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এডিজি আইনশৃঙ্খলা। জয়ন্তদের বিরুদ্ধে রাজ্য কী পদক্ষেপ করেছে, তাও জানতে চাওয়া হয় এডিজি ভার্মার কাছে। তিনি জানান, পরিস্থিতি একটু এদিক ওদিক হতে দেখলেই কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলার সঙ্গে কোনও রকম আপস করা যাবে না বলেই নির্দেশ দেওয়া রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবেও মামলা দায়ের করে পুলিশ। আইনশৃঙ্খলা ভাঙলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।

জয়ন্তর গ্রেফতারিতে সৌগত রায় যে হুমকি ফোন পেয়েছেন, তা নিয়েও তদন্ত চলছে বলে জানান ADG। আইনশৃঙ্খলা হাতে তুলে নেওয়া নিয়ে এডিজি বর্মা জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ে। সেই মতো পদক্ষেপের নির্দেশও পেয়েছেন তাঁরা।






Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version