Sunday, August 24, 2025

মঙ্গলপ্রদীপ হাতে বিবাহবাসরে আম্বানি পরিবার, শুরু মেগাবাজেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান

Date:

শুরু দেশের সবথেকে চর্চিত বিয়ের অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant wedding)। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।এদিন বিকেল ৫টা নাগাদ ছেলে এবং বরকে সঙ্গে নিয়ে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ। এককথায় এই মুহূর্তে মুম্বইয়ের আকর্ষণে শুধুই ‘পিকচার পারফেক্ট’ আম্বানি পরিবার।

শুক্রের গোধূলি লগ্নে চারহাত এক হতে চলেছে। বিকেল থেকেই অতিথিদের ভিড় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। বরযাত্রীর সঙ্গে পৌঁছেছেন রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। সন্ধে নাগাদ পৌঁছে যান সস্ত্রীক বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননরা। রাজকীয় বরযাত্রীতে ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও।

 

আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে হাজির জ্যাকি শ্রফ। কিছুক্ষণ আগেই পৌঁছে যান সঞ্জয় দত্ত,অনিল কাপুর। সঙ্গীত পরিচালক এ আর রহমানও উপস্থিত হয়েছেন। শেরওয়ানিতে সেজেছেন জন সিনা। শুধু বলিউড তারকারাই নন, ইতিমধ্যেই প্রাক্তন বর্তমান ক্রিকেটাররাও পৌঁছে গেছেন।হার্দিক, ইশানরা তো বটেই, কিছুক্ষণ আগে জিও সেন্টারে ঢুকতে দেখা যায় সস্ত্রীক ধোনিকে। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণেও তাই বারাণসী স্ট্রিট ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলাহি নৈশভোজের তালিকায় বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবারও যুক্ত হয়েছে।
.


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version