Sunday, August 24, 2025

‘হকার উচ্ছেদ ও নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে’, বিরোধীদের অপপ্রচার ভেস্তে দিয়ে জবাব ফিরহাদের

Date:

হকার নিয়ন্ত্রণ নিয়ে ভেস্তে গেল বিরোধীদের ইচ্ছাকৃত উস্কানি। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) তোপের মুখে ফুঁস হয়ে গেল বিরোধী কাউন্সিলরদের সেই প্ররোচনা। এদিন পুরভবনে মাসিক অধিবেশন চলাকালীন প্রস্তাব পেশ করতে গিয়ে শহরে হকার উচ্ছেদের অপপ্রচার চালিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেন হাতে-গোনা বিরোধী কাউন্সিলররা। তা নিয়ে কিছুক্ষণের জন্য সরগরম হয়ে ওঠে অধিবেশন। কিন্তু মহানাগরিকের স্পষ্ট বক্তব্যে উড়ে যায় বিরোধী কাউন্সিলরদের গাজোয়ারি।

মেয়রের সাফ কথা, কলকাতায় কোথাও কোনও হকার উচ্ছেদ হয়নি। মুখ্যমন্ত্রী কখনই হকার উচ্ছেদের কথা বলেননি। ভিনরাজ্য থেকে এসে বহু মানুষ বিভিন্ন এলাকায় সরকারি জমি বেআইনিভাবে দখল করেছে। এতে সরকার এবং পুরসভার আর্থিক ক্ষতি হয়েছে। আমরা সেখানে সার্ভে করতে গিয়েছিলাম। কিন্তু একটা জায়গাতেও হকারকে তুলে দেওয়া হয়নি। হকার উচ্ছেদ এবং হকার নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতোই শহরে হকার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। তৎপর হয়েছে কলকাতা পুলিশও (Kolkata Police)। চলছে হকার সার্ভে। গোটা হকার ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে হকারদের বোঝানো হচ্ছে। অনলাইন মাধ্যমে ফর্ম পূরণ করিয়ে ছবি তুলে জিপিএস ট্র্যাকিংইয়ের মাধ্যমে পুরসভার অ্যাপে প্রত্যেক হকারের প্রোফাইল তৈরি হচ্ছে। এরপর সেইসব ফুটপাথ হকাররা সমস্ত নিয়মবিধি মেনে হকারি করছেন কি না, তা নজরে রাখতে সারপ্রাইজ ভিজিট করবেন পুলিশ ও পুর-আধিকারিকরা। কিন্তু এত কিছুর পরও বিরোধীরা হকার উচ্ছেদ নিয়েও ধর্মীয় ভেদাভেদের মিথ্যা কুৎসা রটাচ্ছে। সেই কুৎসা নিয়ে এদিন মেয়র ফিরহাদ হাকিম বিরোধী কাউন্সিলরদের বিঁধে বলেন, আপনাদের নিজেদেরই অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে। বাংলায় কোনও ধর্মের ভেদাভেদ নেই। এখানে আমরা হিন্দু-মুসলমান একসঙ্গে থাকি। এটাই বাংলার সংস্কৃতি।

আরও পড়ুন- সম্মানহানি করবেন না: স্মৃতি ইরানিকে নিয়ে গান্ধীগিরি রাহুলের!

 

Related articles

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...
Exit mobile version