Tuesday, August 26, 2025

নতুন করে বিতর্কে জড়াতে চান না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপি বিধায়কের মূর্তি সরানোর দায়ও এবার তাই নিতে অস্বীকার করলেন অসম মুখ্যমন্ত্রী। গান্ধীমূর্তি সরাতেই ছাত্র বিক্ষোভ শুরু হতেই গোটা ঘটনা থেকে হাত ধুয়ে ফেললেন অসমের মুখ্যমন্ত্রী।

দুদিন আগেই তিনসুকিয়া জেলার গান্ধি চক থেকে ৫.৫ ফুট গান্ধি মূর্তিটি সরিয়ে দেওয়া হয়। গান্ধীমূর্তি সরিয়ে সেখানে একটি ক্লক টাওয়ার বানানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের এমনটাও শোনা যাচ্ছে। অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আশু) নেতা প্রীতম নিয়োগী বলেন, আমরা এই বিষয়ে পুরসভার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু পুরসভা জানিয়েছে, তাদের একটি ক্লক টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। নিয়োগী প্রশ্ন তোলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেনো একবার নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হল না?

এরপরই পরিস্থিতির দায় যাতে তাঁর ঘাড়ে না আসে তার জন্য হাত ঝেড়েছেন হিমন্ত। তিনি দাবি করেন, “জেলা প্রশাসন যে এমন সিদ্ধান্ত নিয়েছে সেব্যাপারে আমি অবগত ছিলাম না। আমাকে সত্যিটা যাচাই করতে দিন। অসম মহাত্মা গান্ধীকে অত্যন্ত শ্রদ্ধা করে।”

যদিও বিজেপি বিধায়ক রূপেশ গোয়াাল এত বড় সিদ্ধান্ত এবং জেলে শুনে পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়েই নিয়েছেন, এমনটা মানতে নারাজ রাজনীতিকরা। রূপেশ জানান, “গান্ধীজির একটি ভাঙা মূর্তি থেকে দুমদুমার কী লাভ হবে? তার চেয়ে ওটা সরিয়ে আরও দীর্ঘ ও উন্নতমানের মূর্তি ওখানে স্থাপন করে এলাকার সৌন্দর্যায়ন করা হবে। কিন্তু কিছু লোক অকারণে বিতর্ক তৈরি করে এটা নিয়ে রাজনীতি করছে।”

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version