Thursday, August 21, 2025

সাতসকালে ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

Date:

সাতসকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহর কলকাতায় (kolkata)। শুক্রবার দমদমের (Dum Dum) নাগেরবাজার (Nagerbazar) সংলগ্ন এলাকার যশোর রোডের ওপর এক গেঞ্জি কারখানায় আচমকাই আগুন লাগে। সূত্রের খবর, এই মুহূর্তে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এদিন দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। ইতিমধ্যে দমকলের ২০ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে ঘটনার তদন্ত শুরু হবে বলে সাফ জানিয়েছেন দমকল মন্ত্রী। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না বলেই মত সুজিত বসুর।

স্থানীয় সূত্রে খবর, এদিন প্রথমে এই কারখানায় আগুন লাগেনি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদামে আগুন লাগে। পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে। এদিন ভোররাত ৩টে নাগাদ ওই গুদামে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ পুরোদমে চললেও সম্পূর্ণভাবে আগুন নেভাতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। তবে কারখানায় কোনও কর্মী আটকে নেই বলেই জানানো হয়েছে দমকলের তরফে। যারা ছিলেন তাঁদের সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে।


তবে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যে কারখানায় আগুন লেগেছে তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানা রয়েছে। প্রতিটি গুদামেই দাহ্য বস্তুর সংখ্যা বেশি। ফলে রীতিমতো উত্তেজনা বাড়ছে এলাকায়।


Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version