Thursday, November 6, 2025

প্রায় চারফুটের জোয়ারে বুক কাঁপছে মুম্বইয়ের, জলমগ্ন বাণিজ্য নগরী

Date:

প্রায় এক সপ্তাহ ধরে এক নাগাড়ে বৃষ্টি। কখনও একটু কম, তো কখনও মুশলধারে। বাণিজ্যনগরীর নিচু এলাকা থেকে জল সরতেই পারেনি। শুক্রবার সকালে এত বৃষ্টি হয় যে মালান্দ এলাকার উঁচু বাড়িগুলিও যেন মেঘে ঢেকে যায়। ফের শুক্রবার বিকালের জোয়ারে গোটা শহর জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আরও তিনচার ঘণ্টা এভাবে বৃষ্টির সতর্কতাই জারি করছিল আবহাওয়া দফতর।

গত সপ্তাহেই রেললাইন জলের তলায় চলে যাওয়ার থমকে গিয়েছিল রেল চলাচল। শুক্রবার সকালে সাতটা থেকে আটটায় এতটাই ভারী বৃষ্টি হয় যে প্রায় সেই পরিস্থিতির পুণরাবৃত্তি হয়। বৃষ্টি হয় ৯৩.১৬ মিলিমিটার। ঘুরপথে চলাচল করে যানবাহন। সিওনের মতো নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। খানিকটা দেরিতে হলেও সাবার্বান ট্রেন পরিষেবা চালু থাকে। বিমান পরিষেবা বেশ খানিকটা দেরিতে হলেও, পরিষেবা বন্ধ হয়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ যাত্রীদের দেরির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও বিমানের গতিবিধি আগে থেকে পর্যবেক্ষণ করে রওনা দেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তবে শুক্রবার সকালে একরকম পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হলেও বিকালের পরে কী পরিস্থিতি দাঁড়াবে তা নিয়ে দুশ্চিন্তায় আবহাওয়া দফতর। বিকাল ৪.০৯ মিনিটে ভরা জোটার আসার সতর্কতা আরব সাগরে। সেই জোয়ারের উচ্চতা হবে ৩.৮৭ মিটার। সেই জোয়ার শহরে ঢোকার পরে বাণিজ্য নগরীর পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় শহরের জল বেরোনোর প্রক্রিয়াও বাধা পাচ্ছে।

জোয়ারের পাশাপাশি মুম্বই, পালঘাট এলাকায় ফের বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে থানে, নভি মুম্বই এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টি বাড়লে উড়ানে প্রভাব পড়বে বলেও দাবি বিমান বন্দর কর্তৃপক্ষের। ইতিমধ্যেই বিমান বন্দর টার্মিনালে ঢোকার রাস্তা পুরোপুরি জলমগ্ন।

Related articles

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতিদের, মোদীর কাছে সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলেন হরলীন

রাষ্ট্রপতি মুর্মুর( Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা । বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার  সঙ্গে...

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে(Voter list) আর সেই আতঙ্কেই বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন...

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা...

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...
Exit mobile version