বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনায় ‘চায়ের আড্ডা’ তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলির

চায়ের আড্ডা বাঙালির বড্ড প্রিয়। ভোট হোক বা প্রাকৃতিক বিপর্যয় এমনকী সেলেবদের বিয়ে নিয়েও চায়ের কাপে তুফান ওঠে। লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের (TMC) বিপুল জয় নিয়ে চায়ের আসরে আড্ডা জমাতে চলেছেন তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলি। ২০ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাজারায় সুজাতা সদনে এই চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে।প্রতি বছর তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ একসঙ্গে মিলিত হয় ‘চায়ের আড্ডা’ শীর্ষক মিলনোৎসবে। সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে লড়াই করে এই গ্রুপগুলি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজের নিরবিচ্ছিন্ন প্রচার করে। সেই সময় মনস্কদলগুলি নিজেদের মধ্যে মত বিনিময় করে আগামী দিনে চলার রূপরেখা তৈরি করে। একই সঙ্গে তৃণমূলের (TMC) বিভিন্ন স্তরের নেতৃত্বের পরামর্শ শোনেন সদস্যরা।

২১ জুলাই শহিদ দিবসের আগের দিন সোশ্যাল মিডিয়ার তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপকে উজ্জীবিত করতেই এই ‘চায়ের আড্ডা’র আয়োজন। বাংলা থেকে দিল্লি- বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখা তৈরি হবে এই আড্ডায়।