কেশপুরে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্স – লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

রাতের অন্ধকারে কেশপুরে মর্মান্তিক দুর্ঘটনা (Accident in Keshpur)। ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur medical College Hospital) দিকে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্স- লরির মুখোমুখি সংঘর্ষ (Ambulance hits lorry)। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সের ৬ যাত্রীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন চন্দ্রকোনার এক মহিলা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্স ডেকে রোগীকে নিয়ে যাওয়ার পথেই পঞ্চমীর বড় পোলের কাছে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল। কেশপুর দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির মুখোমুখি হয়ে যায়। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখা যায়নি। অ্যাম্বুল্যান্সের চালক ও রোগী জীবিত আছেন। বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।