উপনির্বাচনে হোয়াইটওয়াশ বিজেপি, বাগদা- রানাঘাট দক্ষিণেও জয়ী তৃণমূল

রাজ্যের চার বিধানসভা উপ-নির্বাচনের ফলাফল(By election result) ঘোষণা হতেই গেরুয়া ঝড়। রায়গঞ্জের পর এবার বাগদা আর রানাঘাট দক্ষিণ বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (TMC)। তেরো বছর পর উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিরাট ব্যবধানে জয়ী হয়ে কনিষ্ঠতম বিধায়ক হতে চলেছেন মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। ৩৩ হাজার ৪৬৮ বেশি ভোটে জিতেছেন তিনি বলে সূত্রের খবর। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রায় ৩৮ হাজার ৩১৬ ভোটে জয়লাভ করেছেন মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari)। প্রায় ৫০ হাজার ভোটে জয়ী মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)।

লোকসভা নির্বাচনের ট্রেন্ড ধরে রাখল তৃণমূল কংগ্রেস। বিজেপির হাত থেকে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ পুনরুদ্ধার করল ঘাসফুল শিবির। এই প্রথমবার রায়গঞ্জে জয় পেল তৃণমূল বিজয় মিছিলে উচ্ছাস কর্মী সমর্থকদের। বাগদা বিধানসভা কেন্দ্রে একেবারে নতুন মুখ তরুণ প্রজন্মের মধুপর্ণার উপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল প্রার্থীকে রেকর্ড ভোটে জিতিয়ে মতুয়ারা প্রমাণ করলেন তারা আছেন বাংলার মুখ্যমন্ত্রীর পাশেই। অন্যদিকে লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেও দল এবং নেত্রীর উপর থেকে বিশ্বাস হারাননি মুকুটমণি। এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় যাচ্ছেন তিনি।  মানিকতলায় তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। প্রায় ৫০ হাজার ভোটে  সুপ্তি পাণ্ডে জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে।