বাংলায় চারে চার করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল, দেশেও পিছিয়ে বিজেপি

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল (By election news) ঘোষণা হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। কিন্তু এর মধ্যেই সার্বিক যে ছবিটা ধরা পড়ছে তাতে সর্বত্র সবুজের আধিপত্য। সকাল সাড়ে দশটা পর্যন্ত গণনার নিরিখে উপনির্বাচনের লড়াইয়ে চার কেন্দ্রীয় এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)। মানিকতলার প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে সুপ্তি পান্ডে (Supti Pandey), রায়গঞ্জের সাড়ে ২১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী(Krishna Kalyani)। রানাঘাট দক্ষিণে ১৩ হাজার ২০০ ভোটে মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari) এবং বাগদায় সাড়ে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। বাংলার পাশাপাশি দেশেও ধরাশায়ী হওয়ার পথে বিজেপি। উপনির্বাচনে দেশের ১৩ বিধানসভা আসনের মধ্যে ১১টিতে পিছিয়ে বিজেপি ও তার সহযোগী দল।

শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা। তালিকায় রয়েছে বিহারের একটি কেন্দ্র, হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্র, উত্তরাখণ্ডের দু’টি কেন্দ্র এবং মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং তামিলনাড়ুর একটি করে কেন্দ্র। সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরাখণ্ডে বদ্রিনাথ, মঙ্গলৌর, হিমাচলের হমিরপুর নালাগরে এগিয়ে কংগ্রেস, জলন্ধর পশ্চিমে এগিয়ে আম আদমি পার্টির (AAP)প্রার্থী। তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে (DMK)। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে উপনির্বাচনে মাত্র দুটিতে এগিয়ে বিজেপি (BJP)। মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে, বিহারে এগিয়ে বিজেপির সহযোগী জেডিইউ(JDU)।