Monday, August 25, 2025

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, শেষ ম্যাচে হারালো ৪২ রানে

Date:

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। এদিন ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচেও জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। জিম্বাবোয়েকে হারায় ৪২ রানে। জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতে ব্যাট করে ভারতীয় দল ১৬৮ রানের টার্গেট দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে ১২৫ রানেই। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় শুভমন গিলের দল।

ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। এক সময় মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়েছিল দল। এরপর সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ ৫৬ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। সঞ্জু ৪৫ বলে ৫৮ রানের একটি ইনিংস খেলেন, তাঁর ইনিংসে ছিল ৪টি ছক্কা এবং ৩টি চার। রিয়ান করেন ২২ রান। শেষ দিকে ১২ বলে ২২ রান করেন শিবম দুবে।১২ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১৩ রান করেন শুভমন গিল। অন্যদিকে জিম্বাবোয়ের হয়ে ব্রেসিং মুজারাবানি দুর্দান্ত বোলিং করে ২ উইকেট নেন। ক্যাপ্টেন সিকান্দার রাজা, রিচার্ড নাগারভা এবং ব্রেন্ডন মাহুতা ১টি করে সাফল্য পান।

জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। মায়ার্স করেন ৩৪ রান। ২৭ রান করেন মারুমানি। ভারতীয় দলের হয়ে ফাস্ট বোলার মুকেশ কুমার বিধ্বংসী বোলিং করেন এবং ২২ রানে ৪ উইকেট তুলে নেন। তিনি ছাড়াও ২টি সাফল্য পেয়েছেন শিবম দুবে। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, অভিষেক শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন- ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

 


Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...
Exit mobile version