Sunday, May 4, 2025

জাতীয় সড়কে বেপরোয়া গতির জের! সাতসকালে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু দুই পথচারীর

Date:

জাতীয় সড়কে (NH12) বেপরোয়া গতির জের! দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। রবিবার ভোরে নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) থানার ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, রানাঘাট থেকে কৃষ্ণনগরমুখী একটি পিক আপ ভ্যান(Pick Up Van) বেপরোয়া গতিতে আসছিল। এরপর মর্নিং ওয়াক করতে আসা এক ব্যক্তি এবং বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক যাত্রীকে পিক আপ ভ্যানটি ধাক্কা দেয়। যদিও পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক ব্যক্তির নাম সুরজিৎ ঘোষ। তাঁর বাড়ি ফুলিয়া বুইচাঘোষ পাড়া এলাকায়। তবে অপর ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার ভোরে বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। অন্যদিকে, অপর ব্যক্তি মর্নিং ওয়াক করছিলেন। আচমকাই প্রবল গতিতে একটি পিক আপ ভ্যান আসে এবং ফুলিয়া বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি এবং আরও একজনকে পিষে দিয়ে চলে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version