Friday, November 7, 2025

দেশজুড়ে আলোচনায় এখন শুধুই আম্বানি পরিবার। শুক্রবার মালাবদল হয়েছে অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant wedding)। ‘আশীর্বাদ’ পর্ব মিটিয়ে রবিবার রিসেপশন, যার পোশাকি নাম মঙ্গল উৎসব। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির হতে শুরু করেছেন অতিথিরা। মুম্বইয়ের হাই- প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিতে পুরোদস্তুর বাঙালিয়ানার সাজে তৈরি টলিউড। সকাল থেকে বিমান ধরতে দেখতে গিয়েছে রাইমা সেন (Raima Sen),যশ দাশগুপ্ত (Yash Dasgupta),নুসরত জাহানকে (Nusrat Jahan)। খবর, বিয়েবাড়িতে উড়ে যাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty),শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

সঙ্গীত জগতের তারকাদের গ্রুপ ছবিও শেয়ার করেছেন সোনু নিগম। রয়েছেন হরিহরন, শঙ্কর মহাদেবন, অজয় – অতুল।

তবে শেষমুহুর্তে যাওয়া ক্যান্সেল করলেন টোটা রায় চৌধুরী। জানা যাচ্ছে কালো শেরওয়ানিতে গ্র্যান্ড রিসেপশনে যোগ দেওয়ার জন্য অভিনেতা তৈরি হলেও এক আত্মীয়ের অসুস্থতার কারণে মুম্বই যেতে পারছেন না টোটা।

হাসিমুখেই পাপারাজ্জিকে অভিবাদন জানিয়ে এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন যশ – নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, লিখেছেন ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’।অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছেন রাইমা সেন। বিমানবন্দরে আদরের পোষ্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। নায়িকা জানিয়েছেন, তিনি এ দিন মায়ের শাড়িতে সেজে উঠবেন। গয়নাও মা মুনমুন সেনের। রাজসিক বিয়ের আভিজাত্য বজায় রেখেই নিজের সাজ বেচেছেন সুচিত্রা সেনের বড় নাতনি। যদিও রিয়া কী পোশাক পরবেন তা জানা যায়নি। টলিউড-বলিউডের নিত্যযাত্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে সাজিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। শাশ্বত পরবেন সাদা জমিনে সোনালি সুতোর কাজ করা বেনিয়ান পাঞ্জাবি। ধুতির পাড়েও সোনালি সুতোর সূক্ষ্ম নকশা থাকছে, পায়ে বাদামি রঙের জুতি। ইতিমধ্যেই রংবেরঙের পাঞ্জাবিতে হাজির রণবীর সিং, উপস্থিত হয়েছেন কিম কারদেশিয়ানও।


Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version