Friday, August 22, 2025

ধর্মতলায় তৃণমূলের একুশে সমাবেশের খুঁটি পুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

Date:

একুশে জুলাই মানেই তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দলের সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা আবেগ। একুশে জুলাই মানেই তৃণমূলের শহিদ তর্পণ। প্রতি বছরের মতো এবারও ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে পালিত হবে তৃণমূলের সর্ববৃহৎ বার্ষিক সমাবেশ। গোটা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ভিড় জমাবেন কলকাতার বুকে। তার আগে আজ, সোমবার রীতি মেনে খুঁটিপুজোর (khunti Pujo) মধ্যে দিয়ে একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ বাঁধার কাজ শুরু হল।

লোকসভা এবং সদ্যসমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বিরাট সাফল্যকে সামনে রেখে এবার ২১ জুলাইয়ে রেকর্ড ভিড়ের প্রত্যাশা করা হচ্ছে। সমাবেশকে অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল নেতৃত্ব। দলের সাফল্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মা-মাটি-মানুষকে উৎসর্গ করতে চায় তৃণমূল। নেত্রীর বার্তার পাশাপাশি থাকতে পারে চমকও।

এদিন ধর্মতলায় পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো (Khunti Pujo) হল। নারকেল ভেঙে সেই জল খুঁটিতে ছড়িয়ে দিলেন নেতারা। তারপর খুঁটি পোঁতা হয়। সোমবার থেকে সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, মূল মঞ্চে ৫৫০-৬০০ মতো আসনের ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন, শহিদ পরিবারের মানুষজন, সাংসদ, বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন। পাশের মঞ্চে বসবেন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা। কোন মঞ্চে কারা বসবেন, তার তালিকা তৈরি হচ্ছে।

এদিন ২১ জুলাইয়ের খুঁটি পুজো উপলক্ষ্যে দলের তরফে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের বেশকিছু রাজ্য নেতৃত্ব, কলকাতা পুরসভার কিছু কাউন্সিলর ও ছাত্রযুবদের একাংশ।

আরও পড়ুন: লক্ষ্য রেকর্ড জমায়েত, একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version