Thursday, August 21, 2025

শীর্ষ আদালতে উঠলেও সোমবারেও হল না DA মামলা শুনানি। আরও সময় চাইল রাজ্য সরকার। ফলে এদিন মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়। পরে শুনানির নতুন তারিখ দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকার বেশ কয়েকদফায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দিতে ২০২২ সালের ২০ মে রাজ্যকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই বছরই উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২৮ নভেম্বর প্রথম বার সুপ্রিম কোর্টে ওঠে ডিএ মামলা। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙঘভি। জানান, হাই কোর্টের রায় মানতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা বহন করা কঠিন। এর পর বারবার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। ২০২৩-এর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন আছে বলে জানায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। কিন্তু সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়নি।

রাজ্য আরও সময় চাওয়ায়, এদিন ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি স্থগিত হয়ে গেল। এই পরিস্থিতিতে এখনই এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।






Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version