Wednesday, August 20, 2025

‘আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু’: ট্রাম্পের উপর হামলার ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার বার্তা বাইডেনের 

Date:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে তাঁর। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট নির্বাচনের (President Election) আগেই এমন হাড়হিম করা ঘটনায় তাঁকেই কাঠগড়ায় তুলছেন অনেকেই। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই দেশবাসীকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। দেশবাসীর উদ্দেশে এক বার্তায় তিনি জানিয়েছেন, যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু। তাই বুলেট নয় সমস্ত জবাব ব্যালটে দিন।

বাইডেন মনে করিয়ে দেন, এখন আমাদের শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, আমেরিকান হিসাবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী। এরপরই বুলেট ছেড়ে ব্যালটে ভোটদানের পক্ষে জোর সওয়াল করেন বাইডেন। হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে সংযত থাকতে অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, চলতি বছরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে গুলি মারার ঘটনায় রীতিমতো অশান্ত আমেরিকা। শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। প্রাক্তন প্রেসিডেন্টের ডান কান ছুঁয়ে সেই বুলেট বেরিয়ে যায়। বরাতজোরে প্রাণ বাঁচেন ডোনাল্ড ট্রাম্প।

যদিও রবিবার ট্রাম্পের উপর হামলার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাইডেন স্পষ্ট করে দেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বাইডেনও ভালো মতো জানেন নির্বাচনের আগে কোনওরকম ভুল তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সেকারণেই সন্দেহের তালিকাতে নাম উঠে আসতেই তড়িঘড়ি দেশবাসীকে শান্ত হওয়ার আর্জি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট।


Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version