Wednesday, August 20, 2025

শহরে বেআইনি পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ সমীক্ষায় চিহ্নিত করা হল ৯৫০টি পার্কিং জোন। এই পার্কিং জোনগুলিতে সবমিলিয়ে ১৪ হাজার গাড়ি রাখা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই শহরের বুকে বেআইনি পার্কিংয়ের দৌরাত্ম্য রুখতে কোমর বেঁধে নেমেছে পুলিশ ও পুরসভা।

প্রাথমিকভাবে বেআইনি পার্কিং লট হিসেবে যৌথভাবে তাঁরা ২৮টি রাস্তা চিহ্নিত করে। এই রাস্তাগুলি থেকে বেআইনি পার্কিং তুলে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। গড়িয়াহাট-সহ বেশ কয়েকটি জায়গায় বেআইনি পার্কিং মাফিয়ারাজ রুখে ‘ফ্রি পার্কিং’ এলাকা হিসেবে চিহ্নিতও করে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সূত্রে খবর, শহরের ৮০০ রাস্তায় পুরসভা স্বীকৃত পার্কিংয়ের জায়গায় ১১ হাজার গাড়ি রাখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বিভিন্ন রাস্তা সমীক্ষা করে পার্কিংয়ের জন্য আরও ১৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ওই ১৫০টি জায়গায় আরও ৩ হাজার গাড়ি রাখার ব্যবস্থা করা হবে।

একইসঙ্গে ইএম বাইপাসের ২৪টি জায়গায় নতুন পার্কিং জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সবমিলিয়ে সেখানে মোট ৪০০ গাড়ি রাখা যাবে। তবে এখনও লালবাজারের তরফে এই নিয়ে ছাড়পত্র মেলেনি বলেই পুরসভা সূত্রে খবর।

 

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version