মানুষের উন্নয়ন, বিপদরে দিনে পাশে দাঁড়ানোয় বরাবরই দল-মতের উর্ধ্বে থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে দলের নেতা-নেত্রীই হোন না কেন- অসুস্থ শুনলেই দেখা করতে যান মমতা। বাড়িয়ে দেন সাহায্যের হাত। এবার মানবিকতার অনন্য নজির তাঁর। বাম আমলের প্রাক্তন কারামন্ত্রী ক্যানসার আক্রান্ত বিশ্বনাথ চৌধুরীর (Biswanath Chowdhury) চিকিৎসার জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি বিধায়কের ক্যানসারের চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা আর চালাতে পারছে না পরিবার। এবারে তাঁর এসএসকেএম-এ ভর্তি করানো উদ্যোগ নিয়েছেন মমতা।
রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে বিশ্বনাথ চৌধুরী তাঁর সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। কিন্তু ব্যক্তি স্তরে প্রবীণ বাম নেতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হলেও তিনি দেখা করতে যান। কোনও সাহায্যের প্রয়োজন কি না খবর নেন। ২০১১-এর রাজ্যে ক্ষমতার পালা বদলের সময়ই মমতার স্লোগান ছিল, ‘বদলা’ নয় ‘বদল’ চাই। সেই কথা তিনি এখনও মেনে চলছেন। মুখ্যমন্ত্রীর কর্তব্যে অবিচল থেকে একেবারে বিরোধী শিবিরের অসুস্থ নেতার সুচিকিৎসার ব্যবস্থা করে আবার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।