ভূস্বর্গে ফের জঙ্গি হামলা, গুলির লড়াইয়ে নিহত ৪ জওয়ান!

সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন বছরে জম্মুতে জঙ্গি হানায় ওই নিয়ে ৪৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা (Terrorist attack in Jammu and Kashmir)। সোমবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ ডোডা টাউনের ৫৫ কিলোমিটার দূরে দেসা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের জওয়ানরা। তল্লাশি অভিযানের মাঝেই ভারতীয় সেনাদের (Indian Army) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চার জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন এক পুলিশকর্মী। সোমবার সন্ধ্যায় ভারতীয় সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথ ভাবে ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালায়। দুই পক্ষের গুলির লড়াইয়ে ৪ জওয়ান এবং ১ পুলিশ কর্মী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয় জওয়ানদের।

সেনা আধিকারিক সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার কথা জানতে পেরেই অভিযান চালানো হয়।সেই সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলাবারুদ। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও।প্রাথমিকভাবে প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলে। তারপরে জঙ্গিরা পালানোর চেষ্টা করে। উঁচু এলাকা এবং ঘন জঙ্গল সত্ত্বেও তাদের ধাওয়া করেন যৌথ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতি হলেও জঙ্গিদের পাকড়াও করতে কোনওকিছুর পরোয়া করেননি তাঁরা। সেই পরিস্থিতিতে রাত ৯টা নাগাদ জঙ্গলের মধ্যে ফের গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে সেনার পাঁচ জওয়ান গুরুতর জখম হন। হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স। নিহত সেনা অফিসার ব্রিজেশ থাপার বাড়ি বাংলার দার্জিলিংয়ে। গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেই কারণে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ ফের ওই এলাকায় অভিযান চালানো হবে। সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন বছরে জম্মুতে জঙ্গি হানায় ওই নিয়ে ৪৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। কাশ্মীরে সেনাদের উপর বার বার হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।


Previous articleরদবদল, শ্রম দফতরে নয়া সচিব হলেন অবনীন্দ্র সিং
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ