কলকাতা লিগে কাস্টমসের সঙ্গে গোলশূন্য ড্র লাল-হলুদের

গোলশূন্য ড্র ইমামি ইস্টবেঙ্গলের। কলকাতা প্রিমিয়ার লিগে ডার্বি জয়ের পরের ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। জয়ের হ্যাটট্রিক করে মঙ্গলবার লিগে চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের জয়রথ থামিয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমস। খেলা গোলশূন্য ড্র। তবে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সেকেন্ডবয় লাল-হলুদ। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর।

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ডার্বির দল থেকে একাধিক বদল করেন। কার্ড সমস্যায় ছিলেন না ডিফেন্ডার জোসেফ জাস্টিন। সিনিয়র দলের গোলকিপার দেবজিৎ মজুমদারের জায়গায় খেলেন আদিত্য পাত্র। চোটের কারণে ছিলেন না মহম্মদ রোশাল। তাতেও ধার কমেনি ইস্টবেঙ্গলের। শুরু থেকে আক্রমণের ঝড় তুলে বারবার কাস্টমস ডিফেন্সের পরীক্ষা নিচ্ছিলেন জেসিন, হীরা মণ্ডলরা। প্রতিআক্রমণে উঠে লাল-হলুদ রক্ষণেও চাপ দিয়েছে কাস্টমস। কিন্তু প্রথমার্ধে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে বাধ্য হয়েই সায়ন বন্দ্যোপাধ্যায়, পি ভি বিষ্ণুদের নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। তা সত্ত্বেও গোলের লকগেট খোলেনি। বরং ৬৬ মিনিটে সহজ সুযোগ পেয়ে যায় কাস্টমস। কিন্তু রণজয়ের শট থামিয়ে দেয় লাল-হলুদ ডিফেন্স। সংযুক্ত সময়ে একা কাস্টমস গোলকিপারকে পেয়েও বল জালে রাখতে পারেননি বিষ্ণু। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন- রিয়ালে যোগ এমবাপের, মনে করালেন স্বপ্নের নায়ক রোনাল্ডোকে