Saturday, August 23, 2025

নির্বাচনের আগে পালাবদল! মহারাষ্ট্রে শরদের দলে যোগ অজিত অনুগামীদের

Date:

বিধানসভা নির্বাচনের আগে রুদ্ধশ্বাস রাজনৈতিক ‘খেলা’ মহারাষ্ট্রে (Maharashtra)। এনসিপি (NCP SP) নেতা শরদ পাওয়ারের আহ্বানের পরেই অজিত পাওয়ার (Ajit Pawar) শিবিরে ভাঙন। লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে মহারাষ্ট্রে এনডিএ জোট যে নড়বড়ে অবস্থায় ছিল, তা যে আরও প্রকট হতে চলেছে বিধানসভা নির্বাচনে, তারই সূত্রপাত ঘটে গেল পালাবদল থেকে।

মহারাষ্ট্রের পিম্পরি-ছিন্দওয়াড় (Pimpri-Chinchwad) এলাকার অজিত পাওয়ার গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতারা বুধবার শরদ পাওয়ারের বাসভবনে তাঁর দলে যোগ দিলেন। এর মধ্যে পিম্পরি ছিন্দওয়াড় এলাকার ইউনিট চিফ অজিত গওহানে যেমন রয়েছেন তেমনই তিন বর্ষীয়ান নেতাও রয়েছেন, যাঁরা অজিত পাওয়ারের গোষ্ঠী ছেড়ে দিলেন।

কয়েক সপ্তাহ আগেই শরদ পাওয়ার (Sharad Pawar) ঘোষণা করেছিলেন তাঁর অবিভক্ত দলের যাঁরা বিদ্রোহী ছিলেন তাঁদের তিনি স্বাগত জানাবেন। যদিও দলের মধ্যে থেকে পিঠে ছুরি মারার কাজ করেছিলেন যাঁরা তাঁদের জন্য প্রবীন এনসিপি (NCP) নেতার মনোভাবের পরিবর্তন হয়নি। তাঁর এই ঘোষণা করার কয়েক সপ্তাহের মধ্যেই অজিত পাওয়ার গোষ্ঠীতে ভাঙন ধরিয়ে শারদ পাওয়ারের ঘর ভরলেন নেতা কর্মীরা।

যোগদান নিয়ে সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) দাবি, যাঁরা এত বছর ধরে শরদ পাওয়ারের নীতি আদর্শ মেনে মহারাষ্ট্রের উন্নয়নের কাজ করেছেন, তাঁরা শরদ পাওয়ারের উপরই ভরসা রাখবেন। অন্যদিকে দলবদল করা অজিত গওহানের দাবি, তাঁরা তাঁদের পরবর্তী কর্মসূচি শারদ পাওয়ারের নেতৃত্বেই ঘোষণা করবেন।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version