Sunday, November 2, 2025

নির্বাচনের আগে পালাবদল! মহারাষ্ট্রে শরদের দলে যোগ অজিত অনুগামীদের

Date:

বিধানসভা নির্বাচনের আগে রুদ্ধশ্বাস রাজনৈতিক ‘খেলা’ মহারাষ্ট্রে (Maharashtra)। এনসিপি (NCP SP) নেতা শরদ পাওয়ারের আহ্বানের পরেই অজিত পাওয়ার (Ajit Pawar) শিবিরে ভাঙন। লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে মহারাষ্ট্রে এনডিএ জোট যে নড়বড়ে অবস্থায় ছিল, তা যে আরও প্রকট হতে চলেছে বিধানসভা নির্বাচনে, তারই সূত্রপাত ঘটে গেল পালাবদল থেকে।

মহারাষ্ট্রের পিম্পরি-ছিন্দওয়াড় (Pimpri-Chinchwad) এলাকার অজিত পাওয়ার গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতারা বুধবার শরদ পাওয়ারের বাসভবনে তাঁর দলে যোগ দিলেন। এর মধ্যে পিম্পরি ছিন্দওয়াড় এলাকার ইউনিট চিফ অজিত গওহানে যেমন রয়েছেন তেমনই তিন বর্ষীয়ান নেতাও রয়েছেন, যাঁরা অজিত পাওয়ারের গোষ্ঠী ছেড়ে দিলেন।

কয়েক সপ্তাহ আগেই শরদ পাওয়ার (Sharad Pawar) ঘোষণা করেছিলেন তাঁর অবিভক্ত দলের যাঁরা বিদ্রোহী ছিলেন তাঁদের তিনি স্বাগত জানাবেন। যদিও দলের মধ্যে থেকে পিঠে ছুরি মারার কাজ করেছিলেন যাঁরা তাঁদের জন্য প্রবীন এনসিপি (NCP) নেতার মনোভাবের পরিবর্তন হয়নি। তাঁর এই ঘোষণা করার কয়েক সপ্তাহের মধ্যেই অজিত পাওয়ার গোষ্ঠীতে ভাঙন ধরিয়ে শারদ পাওয়ারের ঘর ভরলেন নেতা কর্মীরা।

যোগদান নিয়ে সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) দাবি, যাঁরা এত বছর ধরে শরদ পাওয়ারের নীতি আদর্শ মেনে মহারাষ্ট্রের উন্নয়নের কাজ করেছেন, তাঁরা শরদ পাওয়ারের উপরই ভরসা রাখবেন। অন্যদিকে দলবদল করা অজিত গওহানের দাবি, তাঁরা তাঁদের পরবর্তী কর্মসূচি শারদ পাওয়ারের নেতৃত্বেই ঘোষণা করবেন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version