Wednesday, November 5, 2025

ডবল ইঞ্জিন রাজ্যে লক আপে আদিবাসী যুবকের মৃত্যু! ‘নজিরবিহীন’ প্রতিবাদ আত্মীয়দের

Date:

ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine) ফের আদিবাসীদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ! ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত আদিবাসী সম্প্রদায় পারধি গোষ্ঠীর ওই যুবকের নাম দেব পারধি। পরিবারের অভিযোগ, মধ্যপ্রদেশের গুনা এলাকায় পুলিশি হেফাজতে (Police Custody) মৃত্যু হয়েছে দেবের। এরই প্রতিবাদে জেলাশাসকের দফতরে নগ্ন হয়ে প্রতিবাদ দেখান তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, মৃত দেব পারধি গত রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বরযাত্রী নিয়ে শোভাযাত্রা করে যাওয়ার সময় চুরির অভিযোগে রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করা হয় দেবের কাকা গঙ্গারাম পারধিকেও। এদিকে রবিবার রাতেই দেবের পরিবারকে পুলিশের তরফে খবর দেওয়া হয়, তাঁর মৃত্যু হয়েছে। এদিকে আচমকা দেবের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর আত্মীয় এবং গ্রামবাসীরা। পুলিশের তরফে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবের। কিন্তু, দেবের পরিবার অবশ্যে পুলিশের এই দাবি মানতে নারাজ। তাঁদের সন্দেহ, পুলিশি হেফাজতে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর তার জেরেই মৃত্যু হয়েছে দেবের। তাঁর কাকা গঙ্গারামকেও বেধড়ক মারধর করেছে পুলিশ। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে মঙ্গলবার দেবের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তদের শাস্তি চেয়ে মঙ্গলবার জেলাশাসকের দফতরে হাজির হন আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন দেব পারধির পরিবারের মহিলারাও নগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। কেউ কেউ জেলাশাসকের অফিসে শুয়ে পড়েও প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের অফিস চত্বর থেকে সরাতে গেলে হাতাহাতি বেঁধে যায় মৃতের আত্মীয়দের সঙ্গে। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। কয়েক জন মহিলা আহত হন। কারও মাথা ফেটে যায়, কারও হাতে চোট লাগে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version