Friday, May 9, 2025

কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারের সমালোচনা করে রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য ভাতার দাবি করেন। কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বিধানসভা নির্বাচনের আগে খোলা হাতে দান খয়রাতি করতে শুরু করেছে এনডিএ জোট সরকার। তাতে নতুন সংযোজন লাডলা ভাই যোজনা।

বিধানসভা নির্বাচনের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে লাডলি বেহেনা যোজনার ঘোষণা করেন একনাথ শিণ্ডে। এই যোজনার ঘোষণা করে ২০২৩ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেই পথেই হেঁটেছে একনাথ শিণ্ডের সরকারও।

শিণ্ডের এই ঘোষণার পরেই সমালোচনায় সরব হন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেন, আদতে মহারাষ্ট্র সরকার দেউলিয়া। খয়রাতি করার মতো পরিস্থিতিই নেই। সেই অবস্থায় যেখানে বেকার সমস্যায় জেরবার মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের হাতে ভাতা তুলে দেওয়া দরকার, সেখানে সরকার মহিলাদের ভাতা দিয়ে ভোটের বাজারে ফায়দা তুলতে চেষ্টা করছে। এমনকি বিরোধী জোট সরকার ক্ষমতায় থাকলে তাঁরা যুবদের ভাতা দেওয়ার ব্যবস্থা করতেন বলেও দাবি করেন।

সেই পরিস্থিতিতে ফের এক ভাতার ঘোষণা একনাথ সরকারের। মহিলা ভোটারদের নিজেদের পক্ষে টানার পরে এবার রাজ্যের যুব সম্প্রদায়ের দিকে হাত বাড়ালো শিণ্ডে সরকার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পরেই যুবরা পাবেন মাসিক ৬ হাজার টাকা করে। ডিপ্লোমা সার্টিফিকেটধারীরা পাবেন মাসিক ৮ হাজার টাকা করে। স্নাতক পাশ করলে পাবেন মাসিক ১০ হাজার টাকা প্রতি মাসে।

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...
Exit mobile version