Thursday, August 21, 2025

এবার বাংলার পাঠক্রমে যুক্ত হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের ইতিহাস

Date:

বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। আর এই খেলার সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাসও। এবার নবম শ্রেণির ‘স্বাস্থ্য ও শরীর শিক্ষা’ বিষয়ক পাঠক্রমে জুড়তে চলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং এর ইতিহাস। রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে গোড়া থেকে বাংলার এই তিন দলের লড়াই সংগ্রামের ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।শুধু ইতিহাস জানাই নয়, এই বিষয়ে ছাত্র-ছাত্রীরা প্রজেক্টও সাবমিট করতে পারবেন। কলকাতার তিনটি শতাব্দী প্রাচীন ক্লাব দেশের ক্রীড়া মহলে বেশ গুরুত্বপূর্ণ। দেশে আর এমন নিদর্শন নেই। এবার এই তিন ক্লাবের স্বর্ণ যুগের কথাই লেখা থাকবে পাঠ্যবইয়ের পাতায়।এবার কলকাতার সেই তিন প্রধান– ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং যুক্ত হচ্ছে বাংলার পাঠক্রমেও।

ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা রজত গুহ বলেছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তরুণ প্রজন্মের কাছে ময়দানের ফুটবলের আগ্রহকে ফিরিয়ে আনতে এর চেয়ে বড় অবদান হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বরাবর কলকাতা ফুটবল নিয়ে আগ্রহ দেখান, এটা তারই বড় দৃষ্টান্ত। মহামেডান ক্লাবের পক্ষে সচিব ইশতিয়াক আহমেদ বলেন, বাংলার ফুটবলের অতীত গরিমা ফিরিয়ে আনতে এটা রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এতে করে নতুন প্রজন্ম আবার নতুন করে মাঠমুখী হবে।

এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, এটা ভাল সিদ্ধান্ত। তবে বাংলার ফুটবলের জানার পরিধিতে আইএফএর ইতিহাস থাকলে আরও ভাল হতো। জানা গিয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জন্মলগ্ন থেকে তাদের যাবতীয় সাফল্য তুলে ধরা হয়েছে এই পাঠ্য বইয়ে। এমনকী তিন প্রধান ক্লাবের প্রাক্তন দিকপাল তারকাদের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে পাতায় পাতায়। রঙিন ছবি দিয়ে পাতাগুলোকে সাজানো হয়েছে। এতে করে বাংলার ফুটবলের মরা গাঙে নতুন করে জোয়ার আসবে সেটি বলাই বাহুল্য। দু’টো ক্লাব রয়েছে জাতীয় ফুটবলের প্রথম সারির লিগে, আর একটি উঠে আসার মুখে। ভারতে অন্যত্র এমন নিদর্শন নেই। এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রেও বিষয়টি বিরল।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version