Sunday, November 2, 2025

লোকসভা নির্বাচনের পরেই আবার পরীক্ষার মুখে উত্তরপ্রদেশের (Uttarpradesh) জনসমর্থন। বরাবর বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যোগীরাজ্যে লোকসভায় শোচনীয় পরিণতি এনডিএ (NDA) জোটের। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত উত্তরপ্রদেশ বিজেপি (BJP) ও রাজ্য প্রশাসনের মাঝের ফারাকটা স্পষ্ট হয়ে উঠেছে। মাসখানেক পরে ফের নির্বাচনের পথে উত্তরপ্রদেশ। নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করার আগেই ১০ আসনের জন্য প্রস্তুতি শুরু বিরোধী জোট ও বিজেপি দুই পক্ষেরই।

লোকসভা নির্বাচনে ৮০ আসনের উত্তরপ্রদেশে ৪৩টি জয় বিরোধী জোটের। উপনির্বাচনের (Bypoll) পথে যাওয়া ১০টি আসনের মধ্যে পাঁচটি কেন্দ্রের দখল রয়েছে সমাজবাদী পার্টির (SP) হাতে। তিনটি বিজেপির দখলে, দুটিতে জয়ী এনডিএ (NDA) জোট সঙ্গীরা। এই আসনগুলিতে প্রার্থী কী হিসাবে দেওয়া হবে তা নিয়ে বুধবারই বৈঠকে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টি। প্রাথমিক কথা এই বৈঠকে হবে। সূত্রের দাবি, সমাজবাদীর জেতা আসনগুলিতে হাত দেবে না কংগ্রেস। বিজেপি ও সহযোগী দলগুলির জেতা আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

অন্যদিকে বিধানসভা উপনির্বাচন নিয়ে বুধবারই দলের কর্মীদের নিয়ে প্রথম বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার প্রাক্তন বিজেপি সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য (Keshav Prasad Maurya)। যদিও এই বৈঠকের পর থেকে গুজব ছড়িয়েছে বিরোধী জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন কেশব। নাড্ডার সঙ্গে বৈঠকে বিজেপির আভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এখানেই প্রকাশ্যে উঠে আসে উত্তরপ্রদেশ বিজেপি ও রাজ্যের প্রশাসনের আভ্যন্তরীণ বিরোধ। অখিলেশ (Akhilesh Yadav) দাবি করেন, বিজেপি নিজেদের মধ্যেই এখন দলে টানার খেলা খেলছে।

লোকসভা নির্বাচনের পরে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য সমালোচিত যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশ বিজেপির ভাঙন আটকানোর বদলে মন্ত্রিসভায় রদবদলে বেশি নজর তাঁর। উপনির্বাচনে সম্মান বাঁচাতে নিজের বাসভবনেই দশ কেন্দ্রের বিজেপি নেতাদের বৈঠকে ডাকেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী।

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...
Exit mobile version