Monday, November 3, 2025

মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়, পুড়ে ছাই একাধিক দোকান

Date:

মেদিনীপুরের (Medinipur) গেট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লেগেছে। পুড়ে ছাই প্রায় পাঁচ থেকে ছ’টি দোকান। ক্ষতিগ্রস্ত দু’থেকে তিনটি বাড়ি। এছাড়াও আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বছর নয়ের এক নাবালকের।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে। বাজারের একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। সঙ্গে সঙ্গে দাউ-দাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। মুহুর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ভস্মীভূত হয়ে যায় দোকান থেকে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, এদিন আগুনে ঝলসে যায় রানা (৯) নামে ওই নাবালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত নাবালকের বাবা বলেন, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে আসি ফোন পেয়ে। ছেলে এইভাবে চলে যাবে বিশ্বাস করতে পারছি না। অন্যদিকে এদিন আগুনের জেরে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version