Saturday, November 8, 2025

৫০০টি ভাল্লুককে হ.ত্যার অনুমোদন রোমানিয়ার পার্লামেন্টে

Date:

ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ৫০০টি ভাল্লুককে হত্যার অনুমোদন দিয়েছে সে দেশের পার্লামেন্ট। বাদামি ভালুকের হামলা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার।সোমবার দেশটির সংসদের জরুরি এক বৈঠকে সংরক্ষিত প্রজাতির ভালুকের অতিরিক্ত সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ৪৮১টি ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। এবার গত বছরের তুলনায় দ্বিগুণ ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে গত বছর ২২০টি ভালুক হত্যা করা হয়েছিল।

ভালুক হত্যার অনুমোদন দেওয়ার পাশাপাশি রোমানিয়ার সংসদে ১৯ বছর বয়সী পর্বতারোহীর স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। তিনি গত সপ্তাহে রোমানিয়ার কার্পেথিয়ান পর্বতমালায় ভালুকের হামলায় মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে। যদিও সরকারের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে রোমানিয়ার প্রাণী সংরক্ষণবাদী বিভিন্ন সংস্থা। প্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডেরজীববিজ্ঞাণী ক্যালিন আর্ডেলিন এ প্রসঙ্গে বলেছেন, ‘হত্যার মাধ্যমে শুধুমাত্র ভালুকদের সংখ্যাই কমবে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা মানুষ এবং ভালুক— উভয়ের নিরাপত্তা চাই। এ কারণে এই আইনের বিরোধিতা করছি।

প্রসঙ্গত, বিশ্বে বাদামি ভালুক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ায়, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়া। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে বসাবস করে হাজার হাজার বাদামি ভালুক। তাদের হাত থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রোমানিয়া সরকার।

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version