Friday, November 14, 2025

নতুন শিক্ষাবর্ষেই প্রাইমারিতে ক্লাস ফাইভ! রাজ্যের স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন!

Date:

আগামী বছরের শুরুতেই রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় (School Education) আসতে চলেছে আমূল পরিবর্তন! রাজ্যের প্রাইমারি স্কুলগুলির পরিকাঠামোয় হচ্ছে বদল। এবার থেকে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে প্রাইমারি শিক্ষার আওতায়। অর্থাৎ, নতুন শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফাইভের পড়ুয়াদের প্রাইমারি স্কুলে আসতে হবে।

আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্যের স্কুল শিক্ষা (School Education) দফতর। রিপোর্টে উল্লেখ, প্রাথমিকভাবে ১৭ হাজার ৯৯৬টি প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে। তবে ধীরে ধীরে রাজ্যের মোট ৪৯ হাজার প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণির পঠনপাঠনের অন্তর্ভুক্তিকরণ হবে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। ৫ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া।

প্রসঙ্গত, বিদেশ গাজী সহ বেশ কয়েকজন প্রাথমিকের শিক্ষক হাইকোর্টে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, NCTE গাইডলাইন মেনে অন্য অনেক রাজ্য ইতিমধ্যে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় এনেছে। কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এরপরই হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় সুনির্দিষ্টভাবে কতদিনে এই কাজ হবে। হলফনামা দিয়ে সেই ব্যাপারে জানাতে বলে রাজ্যকে। এরপরই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

দফতরের দেওয়া হলফনামা অনুযায়ী, রাজ্যের ৩২ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ শুরু করে দিয়েছে সরকার। ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো বাড়িয়ে, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে এই কাজ করা হবে। প্রথম দফায় ২৩৩৫, দ্বিতীয় দফায় ১৭৭৫, তৃতীয় দফায় ২৯৬৬, চতুর্থ দফায় ১২ হাজার ও শেষ দফায় ১৩ হাজার ৯৩টি স্কুলে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর মনে করছে, প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করা হলে, হাইস্কুলগুলিতে একটি ক্লাসের সংখ্যা কমবে। এর ফলে হাইস্কুলগুলির উপর চাপ কমবে। যারফলে পঠনপাঠনেও আরও উন্নতি হবে বলেই মত তাদের।

আরও পড়ুন: পূরণ হবে প্রধান শিক্ষকদের শূন্যপদ, পদক্ষেপ শিক্ষা দফতরের

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version