এবার রাজ্য সরকারি অধীনস্থ সংস্থার নিয়োগ পরীক্ষাতেও বাধ্যতামূলক বাংলা ভাষার পরীক্ষা। রাজ্য বিদ্যুৎ দফতরের অধীন WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় (Examination) ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হল। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল বাংলা পক্ষ। এই সিদ্ধান্তে খুশি তারা।