Wednesday, November 5, 2025

মুম্বইয়ের গ্রান্ট রোড এলাকায় বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত আরও চারজন। দমকল বিভাগের তৎপরতায় দ্রুত চারতলায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। সেই সঙ্গে নোটিশ জারির পরেও কীভাবে ওই বাড়িটি নিয়ে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি, তার তদন্তে পুলিশ।

গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে জেরবার গোটা মহারাষ্ট্র। বাণিজ্য নগরীতে বৃষ্টির প্রকোপ কমলেও তা যথেষ্ট বেশি রয়েছে। এই পরিস্থিতিতে এলাকার পুরোনো বাড়িগুলি যথেষ্টই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। গ্রান্ট রোড স্টেশনের কাছে রুবিন্নিসা মনজিল নামের বাড়িটি বহু পুরোনো। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এই বাড়িটিকে বিপজ্জনক চিহ্নিত করে অনেক আগেই নোটিশ জারি করা হয়েছিল।

শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ পাঁচতলা বাড়িটির দুইতলা ও তিনতলার বারান্দার কিছু অংশ ভেঙে সামনের রাস্তায় পড়ে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল। চারতলায় প্রায় সাতজন আটকে পড়েন। পরে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। যদিও ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আঙুল তুলেছেন মুম্বই কর্পোরেশনের দিকে। বিপজ্জনক জানা সত্ত্বেও কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, পদক্ষেপ নেওয়া হলে প্রাণহানি ঘটত না বলে দাবি তাঁদের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version