Wednesday, August 20, 2025

চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film festival) চেয়ারপার্সন পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গত বছরই তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। রাজের সেই কথা মেনে এবার নতুন কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (30th KIFF) চেয়ারপার্সনের নতুন মুখ হিসেবে উঠে আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালকের নাম!

কিফের (KIFF) ২৫-তম বছর থেকে টানা চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলাচ্ছেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কিন্তু এবার ক্ষমতা ছাড়তে চান। পরিচালকের কথায় অনেক ‘যোগ্যরা’ রয়েছেন যাঁরা এই কাজ খুব ভালোভাবে সামলাতে পারবেন। তাহলে কি কোথাও গিয়ে ‘অভিমান’ হয়েছে রাজের? প্রশ্ন শুনেই স্বভাবচিত হাসিতে শুভশ্রীর স্বামীর উত্তর, ‘অভিমান’ আসলে তাঁর এক সিনেমার নাম। চলচ্চিত্র উৎসবের অনুভূতির সঙ্গে এই শব্দের কোন যোগ নেই। একটানা কাজ থেকে একটু বিরতি নেওয়ার জন্যই পদ ছাড়ার সিদ্ধান্ত। ২০২৩ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। সেইমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যে সব পরিচালক, প্রযোজক ছবি উৎসবে দেখাতে চান, প্রতিযোগিতা বিভাগে যোগ দিতে চান তাঁদের পরিচালিত-প্রযোজিত ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। কিন্তু এত বড় দায়িত্ব সামলাবেন কে? শোনা যাচ্ছে রাজের কুর্সি সামলাতে চলেছেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)। তিনি এই নিয়ে মন্তব্যে নারাজ। পরিচালক জানিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। তবে রাজ এই খবর একেবারে অস্বীকার করেননি। তিনি বলেন, চূড়ান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী নিজেই।


Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version