Sunday, August 24, 2025

সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষা অধিবেশন। তার আগে কেন্দ্র সরকারের ডাকা সর্বদল বৈঠকে কার্যত বিজেপি নিজেই কোণঠাসা। বাজেট পেশের আগে সর্বদল বৈঠক ডাকা হলেও দেশের একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে বৈঠক উত্তাল করলেন বিরোধীরাই। এমনকি শরিক ও সমর্থক দলগুলির দাবি ঘিরেও তৈরি হল বিতর্ক।

স্পিকার নির্বাচন হলেও লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে এখনও ঢিলেমি বিজেপির। বিরোধী জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের দাবি করা হলেই বিজেপির কাছে স্পষ্ট হয়ে যায় এই পদের জন্য ভোটাভুটি হলে বিরোধীদের পক্ষেই রায় যাবে। ফলে কৌশলী পদক্ষেপে সেই পদ খালি রেখেছে বিজেপি। এবার সেই পদে বিরোধী পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি সর্বদল বৈঠকে জানান কংগ্রেস সাংসদ গৌরব গোগোই। সেই সঙ্গে NEET ও NET পরীক্ষায় দুর্নীতি নিয়েও সরব হন তিনি।

বৈঠকে কানওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের অসাংবিধানিক নীতির সমালোচনা করা হয়। কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি ও আপ এই বিষয়টি নিয়ে সরব হয়। ইতিমধ্যেই এনডিএ জোট শরিকরা এই নিয়মের বিরোধিতায় সরব হয়েছে।

বিরোধীদের পাশাপাশি এনডিএ জোট শরিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ২১শে জুলাই শহিদ দিবস থাকায় তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি। বিহারের জেডিইউ, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার বিজেডির পক্ষ থেকে রাজ্যগুলির স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাসের জন্য আবেদন করা হয়। তবে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকার পরেও চন্দ্রবাবু নাইডুর টিডিপির পক্ষ থেকে এই স্ট্যাটাসের দাবিতে কোনও আবেদন না আসার সমালোচনা করে কংগ্রেস।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version