Tuesday, November 4, 2025

ডেপুটি স্পিকার থেকে কানওয়ার যাত্রা, সর্বদল বৈঠকে কোণঠাসা বিজেপি

Date:

সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষা অধিবেশন। তার আগে কেন্দ্র সরকারের ডাকা সর্বদল বৈঠকে কার্যত বিজেপি নিজেই কোণঠাসা। বাজেট পেশের আগে সর্বদল বৈঠক ডাকা হলেও দেশের একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে বৈঠক উত্তাল করলেন বিরোধীরাই। এমনকি শরিক ও সমর্থক দলগুলির দাবি ঘিরেও তৈরি হল বিতর্ক।

স্পিকার নির্বাচন হলেও লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে এখনও ঢিলেমি বিজেপির। বিরোধী জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের দাবি করা হলেই বিজেপির কাছে স্পষ্ট হয়ে যায় এই পদের জন্য ভোটাভুটি হলে বিরোধীদের পক্ষেই রায় যাবে। ফলে কৌশলী পদক্ষেপে সেই পদ খালি রেখেছে বিজেপি। এবার সেই পদে বিরোধী পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি সর্বদল বৈঠকে জানান কংগ্রেস সাংসদ গৌরব গোগোই। সেই সঙ্গে NEET ও NET পরীক্ষায় দুর্নীতি নিয়েও সরব হন তিনি।

বৈঠকে কানওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের অসাংবিধানিক নীতির সমালোচনা করা হয়। কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি ও আপ এই বিষয়টি নিয়ে সরব হয়। ইতিমধ্যেই এনডিএ জোট শরিকরা এই নিয়মের বিরোধিতায় সরব হয়েছে।

বিরোধীদের পাশাপাশি এনডিএ জোট শরিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ২১শে জুলাই শহিদ দিবস থাকায় তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি। বিহারের জেডিইউ, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার বিজেডির পক্ষ থেকে রাজ্যগুলির স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাসের জন্য আবেদন করা হয়। তবে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকার পরেও চন্দ্রবাবু নাইডুর টিডিপির পক্ষ থেকে এই স্ট্যাটাসের দাবিতে কোনও আবেদন না আসার সমালোচনা করে কংগ্রেস।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version